নেপালে ভূমিধস ও বন্যায় ৫৪ জনের মৃত্যু


অনলাইন ডেক্স প্রকাশের সময় : মে ৪, ২০২১, ৪:২৪ অপরাহ্ন
নেপালে ভূমিধস ও বন্যায় ৫৪ জনের মৃত্যু

নেপালের পশ্চিমাঞ্চলে প্রবল বন্যা ও ভূমিধসে তিনদিনে অন্তত ৫৪ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া আহত আরও অন্তত ৪০ এবং নিখোঁজ রয়েছেন ৩৯ জন।রবিবার মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের।

জানা গেছে, গত তিনদিনে ব্যাপক বৃষ্টিপাতের ফলে নেপালের ১৯টি জেলায় বন্যা সৃষ্টি হয়েছে। ভূমিধসও হয়েছে বিভিন্ন জায়গায়। প্রতিকূল পরিবেশের কারণে সরকারিভাবে উদ্ধার তৎপরতা চালানোর চেষ্টা করা হলেও জন্য তা সম্ভব হচ্ছে না। ভূমিধসের কারণে গত তিনদিনে কমপক্ষে ৫৪ জনের মৃত্যু হয়েছে।

গতকাল মায়াগদিতে মৃত্যু হয়েছে সাতজনের , দু’জনের জাজারকোট ও একজনের সিন্ধুপালচক জেলায়। এছাড়া পূর্ব প্রান্তে অবস্থিত শঙ্খুওয়াসাভা জেলায় ভয়াবহ ভূমিধসের ফলে আটটি বাড়ি নদীর পানিতে ভেসে গেছে।

এ ঘটনায় নিখোঁজ হয়েছেন অন্তত ১১ জন। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ প্রসঙ্গে জানানো হয়, গত ৭২ ঘণ্টায় নেপালের বিভিন্ন জায়গা প্রবল বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভূমিধসের কারণে এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন ৩৯ জন। পাশাপাশি ৪০ জন আহত হয়েছেন।

2021-05-04 16:24:08

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: