আবারও নাইট রাইডার্সে সদস্য হলেন: সাকিব


অনলাইন ডেক্স প্রকাশের সময় : মে ১৮, ২০২৪, ৬:৪৩ অপরাহ্ন
আবারও নাইট রাইডার্সে সদস্য হলেন: সাকিব

আবারও নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট পরিবারের সদস্য হলেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) দ্বিতীয় আসরের জন্য বাংলাদেশের তারকা অলরাউন্ডারের সঙ্গে চুক্তি করেছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবকে দলে টানান কথা জানায় লস অ্যাঞ্জেলস। আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের মালিকপক্ষের দল এটি। এছাড়া সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্সের পুরুষ ও নারী দল, আইএলটি-টোয়েন্টিতে আবু ধাবি নাইট রাইডার্স দলও তাদের।

আইপিএলে কলকাতার দুবার (২০১২ ও ২০১৪) শিরোপা জয়েই অবদান ছিল সাকিবের। আবারও তাকে দলে ফিরিয়ে উচ্ছ্বাসের কথা জানায় ফ্র্যাঞ্চাইজিটি।

“নাইট রাইডার্স পরিবারের সঙ্গে সাকিবের সম্পর্ক দীর্ঘ দিনের। ২০১২ এবং ২০১৪ সালে আমাদের দুটি শিরোপা জয়ের মৌসুমসহ বিভিন্ন পর্যায়ে কলকাতা নাইট রাইডার্সের প্রতিনিধিত্ব করেছেন তিনি। এই জুলাইয়ে এলএ নাইট রাইডার্সের হয়ে তাকে পার্পল অ্যান্ড গোল্ড জার্সিতে দেখার জন্য তর সইছে না।”

২০২৩ সালে এমএলসি-এর প্রথম আসরে তলানিতে ছিল সুনিল নারাইন, আন্দ্রে রাসেল, জেসন রয়, স্পেন্সার জনসন ও অ্যাডাম জ্যাম্পাদের দল লস অ্যাঞ্জেলেস। এবারও তারকা এই ক্রিকেটারদের ধরে রেখেছে দলটি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আগামী ৫ জুলাই শুরু হবে এমএলসি।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: