ছেলেটির চেহেরায় ছিলো ধূলো মাখা,
আর মেয়েটি বাদল দিনের লাজুক পানকৌড়ি।
একদিন মেয়েটি নীল রুমাল বুনে দিলো ছেলেটিকে। মেঘলা রঙের মাতাল বাতাসে ভেসে গেলো দুজনে।
ছেলেটির মুখ থেকে সব ধূলো খসে গেলে মেয়েটি হয় বজ্রাহত তাল গাছের মত।
গল্পটা খুব চেনা চিরাচরিত কিন্তু আমি আরেকটা গল্প লিখতে চাই। যেখানে মেয়েটি নিজের অজান্তেই কেঁদে উঠেনা, হারিয়ে যায়না অতলান্তে বিষন্নতার বিজ্ঞাপনে।
2021-03-07 15:48:37
আপনার মতামত লিখুন :