শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় টেস্ট থেকে খেলতে পারবেন সাকিব আল হাসান, এমনটা বিশ্বাস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের।
২৪ অক্টোবর শুরু হতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট। সাকিবের নিষেধাজ্ঞা শেষ হবে ২৮ অক্টোবর। এ কারণেই আশার আলো খুঁজে পেয়েছেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ অভিভাবক।
পাপন বলেন, সাকিবের নিষেধাজ্ঞা ২৮ অক্টোবর শেষ। এরপর সে খেলতে পারবে। সমস্যা একটাই-২৯ অক্টোবরের আগ পর্যন্ত সাকিব দলের সঙ্গে অনুশীলন করতে পারবে না, আমরা সেখানে গিয়ে এইচপির সঙ্গে যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলব, সেগুলোতেও খেলতে পারবে না। তবে সে এককভাবে অনুশীলন করতে পারবে।
দ্বিতীয় টেস্ট থেকেই সে খেলতে পারবে। এ মাসের শেষের দিকে সাকিব দেশে আসবে। অনুশীলনের জন্য সে বিকেএসপিকে বেছে নিয়েছে। দলের সঙ্গে অনুশীলন করতে না পারলেও আমাদের কোনো কোচ আলাদাভাবে ওর সঙ্গে কাজ করতে পারবে।
সেপ্টেম্বরের শেষদিকে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। নিষেধাজ্ঞা থাকার কারণে দলের সঙ্গেও যাত্রা করতে পারবেন না বিশ্বসেরা এই অলরাউন্ডার।
পাপন আরও বলেন, শ্রীলঙ্কায় সাকিব দলের সঙ্গে যেতে পারবে না। তবে আমরা চেষ্টা করব ওকে দ্বিতীয় টেস্টের ১০-১২ দিন আগে নিয়ে যেতে। ২৯ তারিখের আগ পর্যন্ত ওখানে আলাদা থেকেই অনুশীলন করল, কিন্তু আমাদের কোচরা তো দেখতে পাবে ওর কী অবস্থা।
তারা প্রয়োজনে তাকে এককভাবে অনুশীলন করাতে পারবে। এগুলো ঠিকঠাকভাবে হলে অবশ্যই সাকিব দ্বিতীয় টেস্টে খেলবে।
2021-05-04 22:31:43
আপনার মতামত লিখুন :