দাদাদের মিডিয়ায় বাংলাদেশীর ভুয়া সাংবাদ প্রচারে বিজিবির বক্তব্য


অনলাইন ডেক্স প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২১, ৬:২৯ পূর্বাহ্ন
দাদাদের মিডিয়ায় বাংলাদেশীর ভুয়া সাংবাদ প্রচারে বিজিবির বক্তব্য

অরক্ষিত জমিতে পা পড়ছে বাংলাদেশির’ এমন শিরোনামে গত ৭ জুলাই খবর প্রকাশ করেছিল ভারতের আনন্দবাজার পত্রিকায। আনন্দবাজারের ওই খবরে বাংলাদেশি কর্তৃক ভারতের জমি দখল ও এই দখল কাজে বিজিবি সহযোগিতা করছে বলে দাবি করা হয়।

উক্ত সংবাদের কড়া প্রতিবাদ জাছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে সংবাদটিকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত’ বলেও উল্লেখ করেছে বিজিবি।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবাদ জাছে বিজিবি।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘সীমান্তে রানীনগর ১ এবং ২ ব্লক ও জলঙ্গিজুড়ে প্রায় ২২ হাজার একর অরক্ষিত জমি এখন বাংলাদেশিদের বলে দাবি করছেন সেদেশের সীমান্ত ছোঁয়া গ্রামবাসী।’

এ বিষয়ে বিজ্ঞপ্তিতে বিজিবির পক্ষ থেকে বলা হয়, ‘পত্রিকায় ঘটনাস্থল রানীনগর সীমান্তের কথা বলা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে সেখানে কোনো ঘটনা ঘটেনি। উল্লিখিত এলাকাটি রাজশাহী বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা চারঘাট বিওপি হতে শুরু করে তালাইমারি বিওপি পর্যন্ত বিস্তৃত এবং এখানে পদ্মা নদী বরাবর শূন্য লাইন অতিক্রম করেছে। এর উভয় পার্শ্ব বিস্তীর্ণ চরাঞ্চল।

2021-01-30 06:29:31

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: