সমস্যা দক্ষতায় নয়, মানসিকতায়: সিরিজ হারের পর শান্ত


অনলাইন ডেক্স প্রকাশের সময় : মে ২৪, ২০২৪, ৫:৫০ অপরাহ্ন
সমস্যা দক্ষতায় নয়, মানসিকতায়: সিরিজ হারের পর শান্ত

ব্যর্থতার ধারা অব্যহত রাখার পরও ব্যাটসম্যানদের দক্ষতায় ঘাটতি দেখছেন না নাজমুল হোসেন শান্ত। যুক্তরাষ্ট্রের কাছে লজ্জাজনক সিরিজ হারের পর বাংলাদেশ অধিনায়ক বললেন, আমাদের সমস্যা দক্ষতায় নয়, মানসিকতায়।

হিউস্টনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৬ রানে হারে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে নেয় যুক্তরাষ্ট্র। টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়।

রান তাড়ায় পাওয়ার প্লেতে দুই ওপেনার তানজিদ হাসান ও সৌম্য সরকারকে হারানোর পর তাওহিদ হৃদয় ও সাকিব আল হাসানের ব্যাটে জয়ের পথেই ছিল বাংলাদেশ। এরপর নিয়মিত উইকেট হারিয়ে পথ হারায় দল। যুক্তরাষ্ট্রকে ১৪৪ রানে আটকেও জিততে না পারার দায় তাই ব্যাটসম্যানদের দেন শান্ত।

“মাঝের ওভারগুলোতে আমরা নিয়মিত উইকেট হারিয়েছি। হারের এটাই প্রধান কারণ।”

পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা ব্যক্ত করে শান্ত বলেন, “আমার মনে হয় সমস্যাটা দক্ষতায় নয়। আমাদের মানসিকতায় বদল আনতে হবে। শেষ দুই ম্যাচে আমরা ভালো করতে পারিনি।”

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: