তুরস্কের নাম বদলে হলো ‘তুর্কি’


অনলাইন ডেক্স প্রকাশের সময় : জুন ৩, ২০২২, ১:৫৭ অপরাহ্ন
তুরস্কের নাম বদলে হলো ‘তুর্কি’

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্ক প্রজাতন্ত্রের নাম পরিবর্তন করে ‘তুর্কি’ করার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। আঙ্কারার অনুরোধের প্রেক্ষাপটে জাতিসংঘ তুরস্কের নাম পরিবর্তনের এ সিদ্ধান্ত নেয়।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর কাছ থেকে মহাসচিব আন্তোনিও গুতেরেসকে সম্বোধন করা একটি চিঠি পাওয়া গেছে, যেখানে সব বিষয়ে ‘তুরস্ক’-এর পরিবর্তে ‘তুর্কি’ ব্যবহার করার অনুরোধ করা হয়েছে।

মুখপাত্র বলেন, চিঠি পাওয়ার পর থেকেই দেশের নাম পরিবর্তন কার্যকর হয়েছে। মঙ্গলবার কাভুসোগলু জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাছে চিঠিটি আনুষ্ঠানিকভাবে পাঠানো ঘোষণা দিয়েছেন।

কাভুসোগলু আনাদোলু এজেন্সিকে বলেন, ‘আমরা জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা, দেশগুলোর জন্য ‘তুর্কি’ ব্যবহারটা দেখতে চাচ্ছি।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: