তামান্নার সঙ্গে বিয়ে প্রসঙ্গে যা বললেন বিজয় ভার্মা !


অনলাইন ডেক্স প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২৩, ৩:৩৫ অপরাহ্ন
তামান্নার সঙ্গে বিয়ে প্রসঙ্গে যা বললেন বিজয় ভার্মা !

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি বিজয় ভার্মা ও তামান্না ভাটিয়া। গত কয়েক বছর ধরেই প্রেম করছেন এই জুটি। মুম্বাই শহরের ক্যাফে, সিনেমার প্রচারণার কাজে এমনকি হাসিমুখে হাতে হাত রেখে লালগালিচায় হাঁটাতেও দেখা যায় তাদের।

বিয়ে নিয়ে প্রশ্ন করলে বিজয় বলেন— ভক্তরা চায় না আমি বিয়ে করি। মা আমাকে এমনই প্রশ্ন করেই চলছে— কবে আমি বিয়ে করব। মাকেও ঠিকঠাক উত্তর দিতে পারছি না, অন্য কাউকে কি আর উত্তর দেব।

বিজয় বলেন, আমি কোনো অভিনেত্রীর সঙ্গে প্রেম করব এই কথা কখনো ভাবিনি। কিন্তু তামান্নাকে দেখার পর ওর সঙ্গে মেলামেশা শুরু করি। তামান্নার পাশে থাকার গুরুত্বটা বুঝতে পারি। এমন কাউকে পাশে পাওয়া, যে জগতটাকে বোঝে তা সম্পর্কের দিক থেকে হোক বা আর্থিক দিক থেকে তাকে নিজের পাশে পাওয়াটা সত্যিই ভাগ্যের।

ভক্তদের দাবি, বিজয় ও তামান্না দুজনেই নাকি মানসিকভাবে গাঁটছড়া বাঁধার জন্য প্রস্তুত। তবে কেন তারা বিয়ে করছেন না, তা কেউ জানে না।

আরও পড়ুনঃ ‘সারেগামাপা’খ্যাত কণ্ঠশিল্পী অবন্তী সিঁথির বিয়ে

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: