তথাকথিত শিক্ষিত ইতরদের আপসোস ও উন্নয়ন বর্ণনা


নিউজ ডেক্স প্রকাশের সময় : মার্চ ২৮, ২০২৩, ৭:১৪ অপরাহ্ন
তথাকথিত শিক্ষিত ইতরদের আপসোস ও উন্নয়ন বর্ণনা

১০ হাজার টাকায় মাস বেতনে একজন লোক কাজ করলেও যদি তাকে না খেয়েই থাকতে হয় তবে সে কাজ করবে কেন? এখানে মাস বেতনের টাকাটা হাই লাইট করা হয় কেবল। সে টাকায় তার অন্যের সংস্থান হচ্ছে বা না সেটা দেখা হচ্ছে না।

১০ হাজার টাকায় মাস বেতনে একজন কাজের লোক মিলে না – আলাপটা সেই জিডিপি এর হিসাবের মত। মাথা পিছু আয় তো অনেক কিন্তু সে আয় দিয়ে কোটি কোটি মানুষ না খেয়ে থাকে।

ধান কাটা ক্ষেত মজুর পাওয়া যায় না হিসাবটাও তেমন। মাঠ থেকে শ্রমিক তাড়ায়ে দিবার সকল ব্যবস্থা তৈরি করে দিলে আর তোমার ক্রান্তিকালে তুমি মাঠে শ্রমিক পাবে এটা কি তোমার সন্তান যে একের ভেতরে পাঁচ হয়ে মানে টাউট বাটপার ধান্দাল হয়ে তৈরি হচ্ছে?

একই সাথে তুমি তোমার সন্তানকে ডাক্তার বানাতে চাও, ইঞ্জিনিয়ার বানাতে চাও, কম্পিউটার ইঞ্জিনিয়ার বানাতে চাও, কম্পিউটার পোগ্রামার বানাতে চাও বা বিশ্ববিদ্যালয়য়ের কোন বিষয়ে স্পেশালিষ্ট বানাতে চাও। সে HSC পাশের পর বেসিক্যালি একটা ধান্দাল ইতর ‘এইম লেস’ উদ্দেশ্যহীন টাউট বানানোর জন্য উঠে পরে লেগে যাও। লেগে যাও টাকা কামানর মেশিন বানাতে।

তোমরা শিক্ষিত ধান্দালরা একই শিক্ষা SSC এবং HSC পাশ করে একসাথে সব বিষয়ে ফাইট দেওয়াও তোমার সন্তানকে। লটারির মত তোমার সন্তানের যেখানে টিকেট মিলে মানে তোমার সন্তান চান্স পায়; তারচেয়ে ভাল প্রতিষ্ঠান আর বাংলাদেশে নাই এমনটা প্রচার কর দিনশেষে এবং সেটা যে আদৌ সত্য নয় সেটা তুমিও নিজে যান মান এবং এই ভাবেই ভালস্কুলের একটা প্রতিজগিতায় তোমরা সামিল কর নিজেদেরকে।

শ্রম বিষয়টা এমন ধান্দাবাজি নয় ড্রাইভিং মানেই রিক্সা, সিএনজি, লেগুনা, প্রাইভেট কার, বাস ট্রাক একজনেই চালাবে তেমন টা নয়।

কি এই টুকু বুঝার মত শিক্ষা আছে নাকি এই টুকু বুঝতে তোমার পি এইচ ডি করা লাগবে? দেশের শিক্ষিত আর শিক্ষার যা হাল তাহাতে এই বিষয়টা বুঝেতে পি এইচ ডি করা লাগতেও পারে।

এইই যখন শিক্ষিতদের বোধ, এইই যখন শিক্ষিতদের সততা তখন আর তারা ১০ হাজার টাকা মাস মাইনেই কাজের লোক পাওয়া যায় না বলে আপসোসের নামে ইতরামি করবে এবং উন্নয়নের গীত গেয়ে মানুষকে অধিকার থেকে বঞ্চিত করবার চেষ্টা চালাবে সে আর নতুন কি?

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: