ঢাকা বিশ্ববিদ্যালয়ে তন্বী মল্লিকের ওপর ছাত্রলীগের হামলা


নিউজ ডেক্স প্রকাশের সময় : মে ২৪, ২০২২, ১১:৫৬ অপরাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে তন্বী মল্লিকের ওপর ছাত্রলীগের হামলা

ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নেত্রী তন্বী মল্লিকের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় ফেসবুকে নিন্দার ঝড় বইছে। একজন নিরস্ত্র নারীর ওপর এ ধরনের হামলা নারী অধিকারকে খর্ব করে বলে অনেকে মত দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম দফা হামলার পর ছাত্রলীগের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষের সময় তন্বী মল্লিকের ওপর হামলা হয়। চার-পাঁচজন ছাত্রলীগ কর্মী এ সময় তন্বীর ওপর লাঠি দিয়ে হামলা চালান। তাদের আঘাতে তন্বীকে রাস্তায় পড়ে যেতে দেখা যায়। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।

ছাত্রদল নেতাকর্মীরা ক্যাম্পাসে আসতে গেলে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় তাদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া হয়। এতে বেশ কয়েকজন আহত হন। এক পর্যায়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে যান ছাত্রদল নেতাকর্মীরা।

হামলার প্রতিবাদে বেলা ১১টা ২৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। মিছিলে ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আকতার হোসেন ও সদস্যসচিব আমানউল্লাহ আমান নেতৃত্ব দেন।

ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের সামনে পৌঁছালে হলের ভেতর ও আশপাশ থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা ইটপাটকেল ছুড়তে থাকলে ছাত্রদলের নেতাকর্মীরা কিছুটা পিছু হটেন; কিন্তু মিনিটখানেকের মধ্যেই তারা আবার লাঠিসোঁটা হাতে সংগঠিত হয়ে ছাত্রলীগকে ধাওয়া দেন। ছাত্রলীগের নেতা-কর্মীরা তখন পিছু হটেন। তারা শারীরিক শিক্ষা কেন্দ্রের সামনে অবস্থান নেন।

ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নেন দোয়েল চত্বরে। এ সময় দুই পক্ষের মুহুর্মুহু ইট ছোড়াছুড়ি চলতে থাকে। বেলা ১১টা ৩৫ মিনিটে ছাত্রলীগ পাল্টা ধাওয়া দিলে ছাত্রদল নেতাকর্মীরা দৌড়ে ক্যাম্পাস ত্যাগ করেন।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ছাত্রলীগের হয়ে এই পাল্টা ধাওয়ায় নেতৃত্ব দেন কেন্দ্রীয় সাহিত্যবিষয়ক উপসম্পাদক এস এম রিয়াদ হাসানসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখার সভাপতি-সাধারণ সম্পাদকেরা।

এ সময় ছাত্রলীগের হামলার মুখে একা হয়ে পড়েন তন্বী মল্লিক। তাকে একা পেয়ে লাথিসহ লাঠি দিয়ে পেটান ছাত্রলীগের কয়েকজন। পরে একজন তাকে উদ্ধার করে নিয়ে যান। তন্বী মল্লিক বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

একজন নারীকে একা পেয়ে তার ওপর হামলার নিন্দা জানান নেটিজেনরা। তারা অনেকে হামলার ভিডিও শেয়ার দেন। ছাত্রদলের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও মতের ব্যক্তি ফেসবুকে একজন নারীর ওপর কয়েকজন পুরুষের এভাবে হামলা চালানোর নিন্দা করেন।

অনেকে বলেন, হিজাব অথবা টিপ ইস্যুতে অনেকে নারীদের পক্ষে কথা বললেও রাজনীতি করে নীপিড়নের শিকার হওয়া নারীদের পক্ষে সেভাবে দাঁড়াতে দেখা যায় না।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: