শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই করোনার হানা। আর তাই শেষ পর্যন্ত ঘরের মাঠে টেস্ট সিরিজে খেলবেন কি না সেটি নিয়েই ছিল অনিশ্চয়তা। শেষ মুহূর্তে খেলার ব্যাপারে ‘সবুজ সংকেত’ পাওয়া গেলেও প্রস্তুতির সুযোগ পাননি খুব একটা। যা একটু ঘাম ঝড়িয়েছেন তাও ব্যাট হাতে। অথচ মাঠে নেমেই বল হাতে একের পর এক রেকর্ডে রাঙাচ্ছেন বাংলাদেশের জান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টে পাঁচ উইকেট শিকার করেছেন।
প্রায় চার বছর তথা দিনের হিসেবে ১৪১৫ দিন পর টেস্ট ক্রিকেটে পাঁচ উইকেটের দেখা পেয়েছেন সাকিব। এ নিয়ে টেস্টে ১৯তম বার পাঁচ উইকেট শিকার করেছেন তিনি। এখানেই শেষ নয়। প্রথম বাংলাদেশি হিসেবে ঘরের মাঠে টেস্টে দেড়শ উইকেটের মাইলফলকও ছুঁলেন তিনি।
সর্বশেষ ২০১৮ সালের জুলাইতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাঠে ফাইফারের দেখা পেয়েছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। কিংস্টনের সেই ম্যাচে ৩৩ রানের বিনিময়েই ৬ উইকেট নিয়েছিলেন সাকিব।
এবার লঙ্কানদের বিপক্ষে ৫ উইকেট নিলেন সাকিব। ফাইফার পেতে ৪০ ওভার বোলিং করে ১১ মেডেন নিয়ে খরচ করেছেন ৯৬ রান।
এদিকে, শ্রীলঙ্কা প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ৫০৬ রান করে। তাদের লিড ১৪১ রানের। আর তাই পিছিয়ে থেকেই চতুর্থ দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।
আপনার মতামত লিখুন :