ডেঙ্গু প্রতিরোধে সহায়ক পেঁপে


অনলাইন ডেক্স প্রকাশের সময় : অগাস্ট ১৩, ২০২৩, ৩:২৫ পূর্বাহ্ন
ডেঙ্গু প্রতিরোধে সহায়ক পেঁপে

পেঁপে পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার। শুধু পেঁপেই নয়, এর বিচিতেও রয়েছে অনেক পুষ্টিগুণ । পাকা ও কাঁচা দুই ধরনের পেঁপে ডেঙ্গু প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।

এ জ্বরে আক্রান্ত হলেই শরীরের শক্তি কমতে শুরু করে। এই সময় নিয়মিত পেঁপে, বীজ এবং পেঁপে পাতার রস খেলে শরীরে শক্তি ফিরে আসে। পেঁপের বিচি লিভার ও কিডনির বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে। পেঁপে রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে। হৃদরোগের সঙ্গে লড়াই করে এবং ক্ষত নিরাময়ে সাহায্য করে। প্রদাহ প্রতিরোধ করে। পেঁপের বিচি আথ্রাইটিস, জয়েন্টের রোগ, ফোলা ভাব, ব্যথা ও লালচে ভাব কমাতে কাজ করে ।

এই ছোট বিচিগুলো যেকোনো প্রদাহরোধী ঘরোয়া উপাদানের তুলনায় অনেক শক্তিশালী। পেঁপের পাতা ও বিচির মধ্যে কারপেইন নামের একটি উপাদান স্বাস্থ্যকে ভালো রাখে। কিডনির বিষাক্ত পদার্থ দূর করে। লিভারের বিষাক্ত পদার্থ দূর করে। এটি ফ্যাটি লিভার ডিজিজের চিকিৎসায় বেশ উপকারী।

শরীরের মধ্যে প্রোটিন ফাইবারকে ভেঙে বিপাক প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে সাহায্য করে পেঁপে। ঋতুস্রাবের সময় অসহ্য যন্ত্রণার সম্পূর্ণ উপশমের জন্য পেঁপের বীজ বেশ কার্যকরী।

সূত্র: স্মার্ট মিলস্

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: