ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি শেষ করবার নির্দেশ: প্রতিক্রিয়া


নিউজ ডেক্স প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৫, ৬:৩৫ পূর্বাহ্ন
ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি শেষ করবার নির্দেশ: প্রতিক্রিয়া

ভুল রাজনীতি জনগনের বিপদ ডেকে আনে। সে বিষয়ে আমাদে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও আমরা বুঝি না।
আমেরিকার ৩০% শুল্ক নিয়ে কারো কোন দেন দরবার নাই। মূলধারার রাজনৈতিক দলও না। ওটা সরকারের দায় হিসাবে রাজনৈতিক দল এবং তথাকথিত শিক্ষিতরা অন্তর্বর্তীকে ট্রলের মুখে ফেলছে। অন্তর্বর্তী সরকার এখন সব দায় রাজনৈতিক দলের ঘাড় পার করবার জন্য ডিসেম্বরের ভেতর নির্বাচনী প্রস্তুতি শেষ করবার নির্দেশ দিল।

৫৩ বছরে দেশের রাজনৈতিক দল কি লবা ফেলছে আর কতো বড় বোঝা বানছে সেটা জনগন হাড়ে হাড়ে টের পেয়েছে। অন্তরবর্তী সরকার বুঝেছে কোন সংস্কার হবে না, করতে দিবে না, রাজনীতি ও দেশ পরিচালনার পদ্ধতির বিন্দু পরিমান চেন্জ হবে না।

সেই ৫৩ বছর যেমন চলেছে আগামীতেও বাংলাদেশের রাজনীতি চলবে সেই দাগের দাগ। থাকবে রাষ্ট্রীয় জুলুম নিপীড়ন ঘুষ দূর্নীতি লুটপাট পাচার। জুলাই যোদ্ধারা হবে অপাংতেয় ঠিক মুক্তিযোদ্ধাদের মতই, তবে জুলাই শহীদ আহতদের তালিকা লম্বা থেকে লম্বাতর হবে, সেই তালিকায় স্থান দখল করে নিবে মূলধারার দলের কর্মী-মাস্তানরা। যেমনটি নিয়েছিল মুক্তিযোদ্ধাদের তালিকা এর বেলায়।

ঠিক এখনও যেমন একটা জেনারেশন মুক্তিযুদ্ধ, ১৯৭১, চেতনা, জয়বাংলা, মুজিব ও তার পরিবার নিয়ে গদগদ হয়, ঠিক তমনি ২০২৪ নিয়ে গদগদ হবে আরেকটি জেনারেশন। গত ৫৩ বছরের রাষ্ট্র ব্যবস্স্থায় মুক্তিযুদ্ধ, ১৯৭১, এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই ঠিক তেমনই খুঁজে পাওয়া যাবেনা ২০২৪।মূলধারার রাজনীতিতে ১৯৯০ এ যেমন শুয়োর নেতারা ছিল, এখনও আছে ভবিৎসতেও থাকবে, কারন দূর্বৃত্ব রাজনীতির কোনই পরিবর্তন হবে না।

২০২৪ এর মত আবার ফুঁসে উঠবে শিশু-তরুন প্রজন্ম যেমন ফুঁসে উঠেছিল সড়ক আন্দোলনে ও ২০২৪এ।
আমরা সার্টিফকেটধারী যন্তু গুলি ভাল মন্দ বুঝি না বুঝি জৈবিক ক্ষুধা, দখলদারী। অন্যপক্ষে শিশু তরুনরা বুঝে ভাল-মন্দ, কারন তারা সত্য চিনে ও বলতে পারে, নির্ভিক দাঁড়াতে পারে অন্যায়ের সামনে বুক চিতিয়ে, কোন দায়বদ্ধতায় তাদর বাঁধা পড়তে হয় না। হতাস নই আশাবাদী। আজ হয় নাই হবে আগামীতে। ওরা জিতবেই। ওরাই ছিনিয়ে আনবে জনগণের বাংলাদেশ।
“মাত্র দুই লাখ তরুন সমবেত হলেই গড়ে তুলতে পারবে জনগণের বাংলাদেশ”।

আদীল আমজাদ হোসেন
ঢাকা।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: