ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার হচ্ছে কি-না এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন-“এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট জনগণকে বা সাংবাদিকদের হয়রানি করার জন্য করা হয় নাই, এটা আপনার বাক স্বাধীনতা খর্ব করার জন্য করা হয় নাই।
এটা অপব্যবহার যারা করবে তাদের বিরুদ্ধে এই আইনে ব্যবস্থা দেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ঐ অপপ্রচার করে সমাজে অস্তির তৈরী করতে চায়।
কিন্তুু দেখা গিয়েছে গত কয়েক মাসে এই আইনে সাংবাদিক, শিক্ষকরা গ্রেফতার হয়েছেন।
বাদ যায়নি নবম শ্রেণির শিক্ষার্থী ও প্রধান মন্ত্রীকে নিয়ে কুটুক্তি করায় গ্রেফতার করা যায়। কিন্তুু প্রশ্ন হলো এক জন নবম শ্রেণির শিক্ষার্থী কি এই আইনের আওতায় পরে।
এই বিষয়ে আইন মন্ত্রী বলেন, আসলে এই ব্যাপারে স্থানীয় লোকজনের চাপ ছিলো চাই তাকে গ্রেফতার করা হযেছে। নাহলে তারা নিজেরা আইন হাতে তুলে নিত।
তার কথা অনুযায়ী প্রশ্ন কিন্তুু থেকে ঐ যায় বাংলাদেশের আইন কি তার নিজের গতিতে চলবে নাকি স্থানীয় লোকজনের কথায় চলে।
2021-01-30 06:29:31
আপনার মতামত লিখুন :