করোনা পরীক্ষা নিয়ে জালিয়াতির ঘটনায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান সাবরিনা আরিফ চৌধুরী ও সিইও আরিফুল হক চৌধুরীসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ বৃহস্পতিবার।
আদালতের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরাফুজ্জামান আনছারীর আদালতে এ অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হবে।
গত ৬ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলার চার্জশিট গ্রহণ করেন। এরপর তিনি মামলাটি বিচারের জন্য ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরাফুজ্জামান আনছারীর আদালতে বদলির আদেশ দেন।
গত বুধবার (৫ আগস্ট) আদালতে সাবরিনা ও আরিফসহ ৮ জনের বিরুদ্ধে চার্জশিটটি দাখিল করেন ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলী। চার্জশিটে সাবরিনা ও আরিফকে মূল হোতা বলে উল্লেখ করা হয়েছে। বাকিদের উল্লেখ করা হয়েছে প্রতারণা ও জালিয়াতি করতে তাদের সহযোগিতা করেছে।
অভিযোগপত্রের অন্য আসামিরা হলেন-আবু সাঈদ চৌধুরী, হিমু, তানজিলা, বিপুল, শফিকুল ইসলাম রোমিও ও জেবুন্নেসা। তাদের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তদের মধ্যে হিমু, তানজিলা ও রোমিও দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
2021-01-30 06:29:31
আপনার মতামত লিখুন :