ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার যোগ্য না: বারাক ওবামা


অনলাইন ডেক্স প্রকাশের সময় : মে ৪, ২০২১, ৬:০৮ অপরাহ্ন
ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার যোগ্য না: বারাক ওবামা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন রিয়েলিটি শো’র লিডার হতে পারেন কিন্তু মার্কিন প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখেনা বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক সফল প্রেসিডেন্ট বারাক ওবামা।

ডেমোক্র্যাটিক পার্টির বার্ষিক কনভেনশনে ট্রাম্পের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্য দেন ওবামা। সেখানে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সরকার পরিচালনাকে ‘টিভি রিয়েলিটি শোতে’ পরিণত করেছেন।

ট্রাম্পের একজন টিভি রিয়েলিটি শো লিডার। মার্কিন গণতন্ত্রের প্রতি তার কোনো সম্মান নেই। সরকার পরিচালনার জন্য ট্রাম্প এখনো অভিজ্ঞ হননি, এ কাজ তিনি পারবেন না।

সাবেক ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট তার বক্তব্যে ট্রাম্পের অধীনে ভঙ্গুর মার্কিন অর্থনীতির সমালোচনা করেন। অর্থনীতিকে পুনরোদ্ধার করতে তিনি আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদে জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট পদে কামালা হ্যারিসকে সমর্থন দেয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা। সে সময়ে ভাইস প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন।

2021-05-04 18:08:03

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: