জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাব সৌদি রাজপুত্রের


অনলাইন ডেক্স প্রকাশের সময় : মে ৪, ২০২১, ৬:০৮ অপরাহ্ন
জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাব সৌদি রাজপুত্রের

জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী করে রাষ্ট্র প্রতিষ্ঠার ইচ্ছে প্রকাশ করেছেন সৌদি রাজপরিবারের এক জ্যেষ্ঠ সদস্য। আর এ স্বত্ত্বেও ইসরায়েলের সঙ্গে সৌদি আরব সম্পর্ক স্বাভাবিক করতে রাজি বলেও জানান তিনি। রাজপুত্র তুর্কি আল ফয়সাল এই কথা বলেন।

আল ফয়সাল বলেছেন, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের কোনো উদ্যোগ নিতে চাইলে প্রয়াত বাদশাহ আবদুল্লাহ প্রণীত উদ্যোগ বাস্তবায়ন করতে হবে।

প্রথম উপসাগরীয় এবং তৃতীয় আরব দেশ হিসেবে গত ১৩ আগস্ট যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত। ওই চুক্তিতে সৌদি আরব ও যোগ দেবে বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে ওই চুক্তির পরও আমিরাতকে নিরাপত্তার স্বার্থে বিশ্বাস না করার কথা জানায় ইসরাইল। মার্কিন যুদ্ধ বিমান এফ-৩৫ কেনার জন্য আরব-আমিরাত উদ্যোগ নিলে ইসরাইল সেখানে ভেটো দেয়।

ইসরাইলের প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু বলেন, আমিরাত এফ-৩৫ যুদ্ধ বিমান কিনলে ইসরাইল নিরাপত্তাহীনতায় পড়বে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে এ ধরনের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান।

তবে আমিরাত-ইসরাইল চুক্তি নিয়ে বেশ কয়েকদিন নীরব ছিল সৌদি আরব। সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানান, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ইসরায়েলের কোনও চুক্তিতে যাবে না সৌদি আরব। আর আল ফয়সালের নিবন্ধ আরও স্পষ্ট হলো সৌদির অবস্থান।

2021-05-04 18:08:03

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: