জলবায়ু পরিবর্তনে, জটিলতা বাড়ছে এভারেস্ট অভিযানে


অনলাইন ডেক্স প্রকাশের সময় : মে ১, ২০২৪, ৩:২৭ অপরাহ্ন
জলবায়ু পরিবর্তনে, জটিলতা বাড়ছে এভারেস্ট অভিযানে

জলবায়ু পরিবর্তনের ফলে এভারেস্ট অভিযাত্রীরা নিত্যনতুন সমস্যায় পড়ছেন। বরফ গলায় একদিকে বাড়ছে পাহাড় চড়ার ঝুঁকি, অন্যদিকে, আবর্জনা ও বর্জ্যের দুর্গন্ধে নিঃশ্বাস নেয়া কষ্টকর হয়ে পড়ছে। এভারেস্টের পশ্চিম ঢালের খুম্বু তুষারপ্রপাতকে পর্বতারোহীরা ডাকেন ‘মৃত্যুর নাচঘর’ নামে। তলোয়ারের মতো ধারালো বরফ এই পথকে আরো বিপজ্জনক করে তোলে।

দুর্ঘটনাও ঘন ঘন ঘটে সেই অঞ্চলে। দশ বছর আগে, ২০১৪ সালের ১৮ এপ্রিল, তুষারের বড় চাঁই ভেঙে পড়ায় প্রাণ হারান ১৬জন নেপালি পর্বতারোহী। সেই থেকে এই ধরনের তুষারপ্রপাত অভিযানে পটু, এমন কয়েকজন শেরপা মিলে গড়েন ‘আইসফল ডক্টরস’ নামের সংগঠন। এভারেস্টের পথকে যতটা সম্ভব এই বিপজ্জনক পশ্চিম ঢালু থেকে সরিয়ে আনতে চেষ্টা করছেন তারা।

কিন্তু জলবায়ু পরিবর্তন এবারের বসন্তে এই পথকে আবার সরিয়ে নিয়ে গেছে সেই মৃত্যুর নাচঘরের কাছেই। কম ঝুঁকিপূর্ণ পথ খুঁজতে ব্যর্থ হন শেরপারা। পর্যপ্ত তুষারপাত না হওয়ায় রাস্তা পিচ্ছিল হয়, পাথরের ফাঁকের গহ্বরগুলি আরো বড় হওয়ায় মইয়ের সাহায্যে তা পেরোনো অসম্ভব ছিল।

পাঁচ হাজার ৮০০ মিটার উচ্চতার অঞ্চলগুলিতেও তুষারের ছিঁটেফোঁটা নেই, যা চিন্তার বিষয়, বলেন তুষারপ্রবাহ বিশেষজ্ঞ তেনজিং চোগিয়াল শেরপা। তার মতে, ‘‘পরিসংখ্যান বলছে তুষারপাত হয় যে দিনগুলিতে, সেই সংখ্যা ও তুষারের পরিমাণে ঘাটতি দেখা দিচ্ছে। এমন নগ্ন পাহারের চূড়াই বোঝাচ্ছে আসলে কী হচ্ছে।”

হিমবাহ গলার হারও বেড়েছে। ফলে, বরফ গলে পানি জমছে হ্রদে, সেই চাপে ফেটে পড়ছে তাদের বাঁধও। এভারেস্টের পাদদেশেও জমছে বরফ গলা জল। এর ফলে, পাহাড় থেকে পাথর ভেঙে পড়াও বেড়েছে, বাড়ছে তুষারধসের ঝুঁকিও। শেরপার সতর্কতা, ‘‘এমন তুষারধসে বহু মানুষ প্রাণ হারান। পাহাড় আরো বিপজ্জনক, পরিবর্তনশীল হয়ে পড়ছে।”

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: