প্রিমিয়ার লিগে দারুণ এক জয় পেয়েছে চেলসি


অনলাইন ডেক্স প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৩, ২০২৪, ৩:৫৩ অপরাহ্ন
প্রিমিয়ার লিগে দারুণ এক জয় পেয়েছে চেলসি

প্রিমিয়ার লিগে দারুণ এক জয় পেয়েছে চেলসি। পিছিয়ে পড়েও ম্যাচের যোগ করা সময়ের দুই গোলে ক্রিস্টাল প্যালেসের মাঠ থেকে নাটকীয় জয় নিয়ে ফিরেছে মাউরিসিও পচেত্তিনোর দলটি।

প্যালেসের শেলহার্স্ট পার্কে সোমবার রাতে ৩-১ গোলে জিতেছে চেলসি। এই জয়ে এক ধাপ এগিয়েছে তারা পয়েন্ট তালিকায়। ২৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের ১০ম স্থানে ‘ব্লুজ’ খ্যাত দলটি।

জেফারসন লার্মার গোলে প্রথমার্ধে পিছিয়ে থাকা চেলসিকে বিরতির পর পরই সমতায় ফেরান কনর গালাগার। ম্যাচের যোগ করা সময়ের প্রথম মিনিটে তার গোলেই এগিয়ে গিয়ে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করে সফরকারীরা। তিন মিনিট পর ববধান ৩-১ করে দেন এনজো ফের্নান্দেস।

এভাবে হেরে যাওয়ায় চাপ আরও বাড়ছে প্যালেসের ম্যানেজার রয় হার্ডসনের উপর। প্রিমিয়ার লিগে এ নিয়ে সবশেষ ১৩ ম্যাচ জয়হীন প্যালেস। ২৪ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে আছে তারা।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: