চীন-মিয়ানমার ‘সীমান্ত ক্রসিং’ দখল করে নিয়েছে: মিয়ানমারের সশস্ত্রগোষ্ঠী


অনলাইন ডেক্স প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৩, ২:৩৭ পূর্বাহ্ন
চীন-মিয়ানমার ‘সীমান্ত ক্রসিং’ দখল করে নিয়েছে: মিয়ানমারের সশস্ত্রগোষ্ঠী

আরও একটি এলাকা হারাল মিয়ানমারের জান্তা। জাতিগত সংখ্যালঘু সশস্ত্রগোষ্ঠী দেশটির সেনাবাহিনীর কাছ থেকে শুক্রবার চীন-মিয়ানমার ‘সীমান্ত ক্রসিং’ দখল করে নিয়েছে।

তাদের আক্রমণ গত অক্টোবর থেকে শুরু হয়ে চলমান রয়েছে এখনো। বিদ্রোহী গোষ্ঠীগুলো সামরিক বাহিনীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থানের নিয়ন্ত্রণ নিয়েছে। পাশাপাশি একটি শহরেরও নিয়ন্ত্রণে রয়েছে তারা। আর এই শহরটিই মিয়ানমার ও চীনের প্রধান বাণিজ্যিক রুট।

বিদ্রোহী গোষ্ঠীগুলোর বরাতে মিয়ানমারের স্থানীয় একটি গণমাধ্যম জানায়, মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মির (এমএনডিএএ) একটি সহযোগী সশস্ত্র সংগঠন কিইন সান কিয়াউত সীমান্ত গেট দখল করেছে। এ ছাড়া এমএনডিএএ মুসেই ডিস্ট্রিক্টের মংকু এলাকার একটি সীমান্ত বাণিজ্যিক গেট দখল করার কথা জানিয়েছে। সংবাদ মাধ্যমটি বলছে, আরাকান আর্মি (এএ) এবং তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) সীমান্তের অন্যান্য অংশে অবস্থান নিয়েছে।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: