চীন দাবি করছে তাদের ভ্যাকসিনটি কার্যকর তাই চলতি বছরের নভেম্বর মাসেই বাজারে আনছে


অনলাইন ডেক্স প্রকাশের সময় : মে ৪, ২০২১, ৬:২৪ অপরাহ্ন
চীন দাবি করছে তাদের ভ্যাকসিনটি কার্যকর তাই চলতি বছরের নভেম্বর মাসেই বাজারে আনছে

মহামারী করোনার কার্যকর ভ্যাকসিনের জন্য দিশেহারা বিশ্ব। চীন ও রাশিয়া তাদের আবিষ্কৃত ভ্যাকসিন সফল দাবি করলেও এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও সেটির অনুমোদন দেয়নি।

আলজাজিরা জানায়, গত সোমবার ১৫ সেপ্টেম্বর, চীনের রোগ নিয়ন্ত্রণ সংস্থার সিডিসি বায়োসেফটি বিষয়ক প্রধান বিশেষজ্ঞ গুইঝেন উ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে বিষয়টি জানিয়েছেন তাদের ভ্যাকসিনটি কার্যকর তাই চলতি বছরের নভেম্বর মাসেই বাজারে আনছে। তার দাবি, এরই মধ্যে দুটি ভ্যাকসিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ভ্যাকসিন দুটিকে অনুমোদন দেয়া হয়েছে। আরো একটি ভ্যাকসিনের মূল্যায়ন করা হচ্ছে।

গুইঝেন আরও বলেন, ভ্যাকসিনের তৃতীয় ধাপের ক্লিনিক্যাল পরীক্ষা চলছে মসৃণ গতিতে। নভেম্বরের শুরুতে বা ডিসেম্বরে সাধারণ চীনা নাগরিক এসব ভ্যাকসিন ব্যবহার করতে পারবেন। একজন স্বেচ্ছাসেবী হিসেবে আমি নিজে এই ভ্যাকসিন নিয়েছি। এখন আমি সুস্থ বোধ করছি। এই ভ্যাকসিন এক থেকে তিন বছর কার্যকর থাকতে পারে শরীরে।

বিশ্বজুড়ে এখন এ রকম ৯টি ভ্যাকসিনের তৃতীয় ধাপের ক্লিনিক্যাল পরীক্ষা চলছে। এই নয় ভ্যাকসিনের মধ্যে ৫টিই চীনের আবিষ্কার। প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে প্রাণঘাতী করোনাভাইরাস পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত প্রায় তিন কোটি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে, এর মধ্যে মারা গেছেন ৯ লাখ ৩০ হাজারের বেশি।

2021-05-04 18:24:24

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: