চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশ শানসির তাইয়ুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে শুক্রবার বেইজিং সময় সকাল ৬টা ৪৯ মিনিটে থিয়ানহুই ৫-০২ নামের গুচ্ছ স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে।
স্যাটেলাইট গ্রুপটি একটি পরিবর্তিত লং মার্চ-৬ ক্যারিয়ার রকেটে বহন করা হয় এবং স্যাটেলাইটগুলো পরিকল্পিত কক্ষপথে প্রবেশ করেছে। এই স্যাটেলাইটগুলো ভৌগলিক ম্যাপিং, ভূমি সম্পদ জরিপ, বৈজ্ঞানিক পরীক্ষাসহ আরও কিছু কাজে ব্যবহার করা হবে।
এটি ছিল চীনের লং মার্চ সিরিজের ক্যারিয়ার রকেটের ৫২৭তম মিশন।
আপনার মতামত লিখুন :