চীনের আগ্রাসন ঠেকাতে অষ্ট্রেলিয়া ও ফ্রান্সের সহযোগীতা চেয়ে ভারতে প্রথম বৈঠক


অনলাইন ডেক্স প্রকাশের সময় : মে ৪, ২০২১, ৬:২৪ অপরাহ্ন
চীনের আগ্রাসন ঠেকাতে অষ্ট্রেলিয়া ও ফ্রান্সের সহযোগীতা চেয়ে ভারতে প্রথম বৈঠক

চীনের আগ্রাসন রুখতে প্রথমবারের মতো ত্রিদেশীয় বৈঠকে বসল ভারত, অষ্ট্রেলিয়া ও ফ্রান্স। ভারত ও প্রসান্ত মহাসগরীয় অঞ্চলে সহযোগিতা বৃদ্ধি ও বৈশ্বিক শান্তি অক্ষুন্ন রাখতে দেশ তিনটির পররাষ্ট্র সচিব পর্যায়ের ভার্চুয়াল বৈঠক হয়।

বৈঠকে অংশ নেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা, ফরাসি পররাষ্ট্র সচিব ফ্রাংকোইস ডেলাট্রে এবং অষ্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য সচিব ফ্রান্সেস অ্যাডামসন।

তিন দেশের শীর্ষ কূটনীতিক পর্যায়ের ওই বৈঠকে অর্থনীতি ও ভৌগোলিক রাজনীতি ছাড়াও করোনা মহামারী ঠেকাতে আঞ্চলিক সহযোগিতা জোরদারের ব্যাপারেও আলোচনা হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমটি এ খবর প্রকাশ করেছে। দক্ষিণ চীন সাগরে চীনের আগ্রাসনবন্ধ করতে যুক্তরাষ্ট্রসহ এ অঞ্চলের দেশগুলোকে নিয়ে সামরিক জোট গঠনের বিষয়েও আলোচনা হয়।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভারতের সঙ্গে অষ্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার ভার্চুয়াল বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে চীনকে রুখতে যুক্তরাষ্ট্রসহ আট দেশের আইনপ্রণেতারা একটি জোট গঠন করেছেন।

বৈশ্বিক বাণিজ্য, নিরাপত্তা ও মানবাধিকার ইস্যুতে চীনের উদীয়মান প্রভাব কমাতে এ জোট গঠিত হয়েছে। এ জোটের নাম ইন্টার-পার্লামেন্টারি অ্যালায়েন্স অন চায়না। সদস্য দেশ হল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, সুইডেন ও নরওয়ে।

2021-05-04 18:24:24

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: