চিকেন পাস্তা তৈরি


অনলাইন ডেক্স প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২১, ৬:২৯ পূর্বাহ্ন
চিকেন পাস্তা তৈরি

সহজেই তৈরি করে নিতে পারেন মজাদার চিকেন পাস্তা

যা যা লাগবে:
পাস্তা ৫০০ গ্রাম,
চীজ আধা কাপ,
চিকেন ছোট টুকরা ২ কাপ,
অলিভ অয়েল ২ টেবিল চামচ,
পেঁয়াজ ১ টি মিহি কুচি,
রসুন কোয়া কুচি ১ টেবিল চামচ,
টমেটো কুচি ৫০০ গ্রাম,
পার্সলে গুড়া ১ চা চামচ,
লবণ স্বাদমতো,
গোলমরিচ পরিমাণ মতো।

যেভাবে করবেন-
প্যানে অলিভ অয়েল দিয়ে এতে রসুন কুচি হালকা বাদামী করে ভেজে আলাদা করে তুলে রাখুন। এবার পেঁয়াজ ভেজে তারপর টমেটো দিয়ে ১০ মিনিট রান্না করুন। টমেটো গলে গেলে লবণ, গোলমরিচের গুড়া আর পার্সলে গুড়া দিয়ে আরও কয়েক মিনিট রান্না করতে হবে। হয়ে গেল পাস্তায় ব্যবহৃত আসল টমেটো সস।

আলাদা প্যানে অল্প তেলে সামান্য লবণ আর গোল মরিচের গুড়া দিয়ে চিকেন টুকরোগুলো ভেজে নিন। আলাদা পাত্রে পাস্তা সেদ্ধ করে ঠাণ্ডা পানিতে ধুয়ে আধা চা চামচ অলিভ অয়েল দিয়ে ভালো করে মাখুন। এতে পাস্তা আঠার মত লেগে থাকবে না। টমেটো সসের মধ্যে পাস্তা আর চিকেন দিয়ে ২ মিনিট বেশি আঁচে ভাজুন। উপরে চীজ, মাংস, মরিচ, রসুন ছড়িয়ে গরম তাপে রাখুণ কিছুক্ষণ। এবার পরিবেশন করুন মজাদার চিকেন পাস্তা।

2021-01-30 06:29:31

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: