গণতন্ত্র চর্চার জন্য বিরোধী দল থাকা আবশ্যক


অনলাইন ডেক্স প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২১, ৬:২৯ পূর্বাহ্ন
গণতন্ত্র চর্চার জন্য বিরোধী দল থাকা আবশ্যক

দেশে সঠিক গণতন্ত্র চর্চার জন্য সরকারি দলের পাশাপাশি বিরোধী দল থাকা আবশ্যক বলে মনে করেন কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আজ সরকারি দলের নেতাকর্মীরা দেশে দুর্নীতি-লুটপাট করে দাপিয়ে বেড়াচ্ছে, আর বিরোধী দলের নেতাকর্মীদের জেলখানায় আটকে রাখা হয়েছে।

সরকারি দল দুর্নীতি-লুটপাট করছে, কিন্তু এসবের অভিযোগে মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের কারাগারে নেয়া হচ্ছে।

গোটা রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করার জন্যই সরকার এগুলো করছে। তারা দেশে একদলীয় শাসন ব্যবস্থা চালু রেখেছে। সুষ্ঠু নির্বাচন দেন না। রাতের অন্ধকারে ভোট চুরি করছেন। এটা চলতে পারে না।

বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান এর মৃত্যুতে নতুন ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল আলিম নকীকে নিয়ে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন রিজভী।

2021-01-30 06:29:31

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: