গণকবর মিললো গাজার হাসপাতালে, উদ্ধার ৫০টি লাশ


অনলাইন ডেক্স প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২৪, ৬:৪৪ অপরাহ্ন
গণকবর মিললো গাজার হাসপাতালে, উদ্ধার ৫০টি লাশ

ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলের প্রধান শহর খান ইউনিসের একটি হাসপাতাল থেকে গণকবর আবিষ্কার করা হয়েছে। গণকবর থেকে অন্তত ৫০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

গত ৭ এপ্রিল ইসরায়েলের সেনারা খান ইউনিস ছেড়ে যাওয়ার পর গণকবরটি আবিষ্কার করা হয়। কয়েক মাস ধরে চলা ইসরায়েলের বিমানের বোমাবর্ষণ এবং ভারী লড়াইয়ের পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা এলাকা।

গাজার উত্তরাঞ্চলে অভিযান চালানোর সময় বাসিন্দাদের দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েলি বাহিনী। তাদের অনেকেই খান ইউনিসে আশ্রয় নিয়েছিলেন।

পরে সেখানে অভিযান শুরু করলে খান ইউনিসের পাঁচ লাখ বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দেয় নেতানিয়াহু প্রশাসন।

এর আগে গত ৭ এপ্রিল আল–শিফা হাসপাতালে আরেকটি গণকবরের সন্ধান পাওয়া যায়। ওই হাসপাতালে গত মাসে ভয়াবহ হামলা চালানো হয়। ওই সময় অনেকেই নিহত হয়। কিন্তু লাশ দাফনের সুযোগ ছিল না। গত ১ এপ্রিল হাসপাতালের এলাকা ছেড়ে যায় ইসরায়েলি বাহিনী।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: