বিদেশ যেতে নিষেধাজ্ঞা বহাল রেখেই জামিনের মেয়াদ বাড়ানোয় খর্ব হয়েছে খালেদা জিয়ার মানবিক এবং গণতান্ত্রিক অধিকার। এই অভিযোগ বিএনপি নেতাদের। শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য, খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার অনুমতির দাবি তাদের।
দুই বছরের বেশি সাজা খাটার পর গত ২৫ মার্চ জামিনে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে, জুড়ে দেয়া হয় বিদেশ না যাওয়ার শর্ত। চিকিৎসা নিতে হবে বাড়ি থেকেই। ২৪ সেপ্টেম্বর এ জামিনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিলো।
সম্প্রতি সাবেক এই প্রধানমন্ত্রীর উন্নত চিকিৎসার জন্য বিদেশ ভ্রমণের অনুমতিসহ জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করে বেগম জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার। বৃহস্পতিবার জামিনের মেয়াদ ছয় মাস বাড়ানো হলেও, বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা রয়েই গেছে।
বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলছেন, বিদেশ যেতে না দেয়ার শর্তে জামিনের মেয়াদ বাড়ানো অমানবিক ও গণতান্ত্রিক অধিকার হরণেরই শামিল।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দাবি, সরকার মানবিক বিবেচনায় বেগম জিয়ার জামিনের মেয়াদ বাড়িয়েছে।
2021-01-30 06:29:31
আপনার মতামত লিখুন :