নাইজেরিয়ার ক্যামেরুন সীমান্তের কাছে বোর্নো রাজ্যে জঙ্গি হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
রোববার রাজ্যটির রান শহরের কাছে হামলার এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা সোমবার গণমাধ্যমকে জানিয়েছেন। খবর রয়টার্সের।
ক্যামেরুনের সীমান্তবর্তী নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বোর্নো ২০০৯ সাল থেকে জঙ্গিগোষ্ঠী বোকো হারামের নেতৃত্বাধীন বিদ্রোহের কেন্দ্র হয়ে আছে।
জাতিসংঘের তথ্যানুযায়ী, জঙ্গিগোষ্ঠীটির হামলা ও পরবর্তী মানবিক সংকটে এ পর্যন্ত প্রায় সাড়ে তিন লাখ মানুষের মৃত্যু হয়েছে এবং লাখ লাখ বাস্তুচ্যুত হয়েছেন।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বোকো হারাম ভেঙে এর দলছুট অংশ ‘ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স’ নামে আত্মপ্রকাশ করে পশ্চিমা আফ্রিকার দেশগুলোতে হামলা চালানোর দায় স্বীকার করতে শুরু করে।
তবে স্থানীয়রা সর্বশেষ এ হামলার জন্য বোকো হারামকেই দায়ী করেছে।
আপনার মতামত লিখুন :