কোহলির ‘ইচ্ছাকৃত ধাক্কা’ ইস্যুতে যা বললেন অভিষিক্ত কনস্টাস


অনলাইন ডেক্স প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২৪, ২:১৮ অপরাহ্ন
কোহলির ‘ইচ্ছাকৃত ধাক্কা’ ইস্যুতে যা বললেন অভিষিক্ত কনস্টাস

স্পোর্টস ডেস্ক : বক্সিং ডে টেস্টের প্রথম দিনের আলোচিত নাম হয়ে থাকলেন স্যাম কনস্টাস। মেলবোর্নে অভিষেক টেস্ট খেলতে নেমে ৬৫ বলে ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। এদিন অন্য কারণেও আলোচনায় অস্ট্রেলিয়ার এই ব্যাটার। তরুণ এই ক্রিকেটারকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারার অভিযোগ উঠেছে কোহলির বিরুদ্ধে। সমালোচনার মুখে পড়েছেন ভারতীয় ক্রিকেটার। 

তবে কনস্টাস তা পাত্তা দিতে চাইলেন না। অভিষেক টেস্টে মাঠে যেরকম পরিণত ইনিংস খেললেন, মাঠের বাইরেও যে তিনি একই রকম পরিণত, সেটাও বুঝিয়ে দিলেন।

প্রথম সেশনের খেলা শেষে সম্প্রচারকারী চ্যানেলে সাক্ষাৎকার দেন কনস্টাস। তাকে প্রশ্ন করা হয়, ‘কোহলি আপনার প্রিয় ক্রিকেটার। হঠাৎই মাঠের মাঝে ঝগড়া লাগল। আপনাকে ও ধাক্কা দিল। কী বলেছিল তখন? কনস্টাস উত্তর দেন, ‘মনে হয় আমরা দু’জনেই তখন আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আমি ঠিক বুঝতে পারিনি ঘটনাটা। নিজের গ্লাভস ঠিক করছিলাম। তার পরেই কাঁধে ধাক্কা খেলাম। তবে এ রকম হতেই পারে। এটাই ক্রিকেট। মাঠের লড়াই মাঠেই থাকুক।’

ঘটনাটি ঘটেছে ১০ ওভারের পর। মোহাম্মদ সিরাজ সেই ওভার শেষ করার পর দিক পরিবর্তন করার জন্য হেঁটে আসছিলেন কোহলি। উল্টো দিক থেকে আসছিলেন কনস্টাসও। দু’জনের কাঁধে ধাক্কাধাক্কি হয়। কনস্টাস কিছু একটা বলে বসেন। কোহলিও এগিয়ে যান। দুজনের বিবাদ থামান আম্পায়ার এবং আরেক অজি ওপেনার উসমান খাজা। 

রিপ্লেতে দেখা যায়, কনস্টাস মাথা নিচু করে ব্যাট হাতে যাচ্ছিলেন। কোহলিই পাশ থেকে অনেকটা দিক পরিবর্তন করে কনস্টাসের কাছে গিয়ে তাঁকে গিয়ে ধাক্কা মারেন। 

ধারাভাষ্যকার মাইকেল ভন বলছিলেন, কনস্টাসকে উত্তেজিত করার জন্যই এ কাজ করেছেন কোহলি। তবে এই কাজের জন্য কোহলি কখনোই গর্ব অনুভব করবেন এমন মনে করেন না সাবেক ইংলিশ অধিনায়ক, ‘কোহলি ওই মুহূর্তের কথা মনে করে গর্ব অনুভব করবে না। কনস্টাস স্রেফ হেঁটে যাচ্ছিল। কোহলিকে দেখুন, সে তার পথের দিক পাল্টেছে।’ 

খুশি হতে পারেননি ভারতীয় গ্রেট সুনীল গাভাস্কারও। তার মতে দুজনেরই শাস্তির সম্ভাবনা আছে, ‘সরে গেলে কেউ ছোট হয়ে যেত না। প্রথমে মনে হয়েছিল যে, দুজনেই নিচে তাকিয়ে ছিল। এখন দেখার বিষয়, কাকে বেশি জরিমানা দিতে হয়।’

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: