মুনা মুস্তাফা: ফাস্ট ফুড চেইন শপ ব্র্যান্ডের কেএফসি তাদের “ফিনগার লিকিং ফুড” নামের স্লোগানের পরিবর্তন করেছে যেটি কিনা ৬৪ বছরের পুরানো ট্যাগলাইন ছিলো। এই পরিবর্তনের কারণ আর কিছুই না কোভিড-১৯ , যেহেতু হেলথ অফিসিয়াল থেকে বলা হয়েছে ঘন ঘন নাক মুখ স্পর্শ না করতে তাই তারা মনে করছে যে এই স্লোগান এই মুহূর্তে পৃথিবীর এই করোনা পরিস্থিতির সঙে সামন্জস্যপূর্ণ নয় বা খাপ খায় না।
অষ্ট্রেলীয়াতে কেএফসির ৬৪০টি ফাস্ট ফুড চেইন শপ রয়েছে এবং তাদের মোট এম্পলয়ির সংখ্যা ৩৪,০০০ যারা দুই মিলিয়নের বেশী কাষ্টমারকে প্রত্যেক সপ্তাহে সেবা প্রদান করে থাকে।
কেএফসির গ্লোবাল মার্কেটিং অফিসার “ক্যাথেরিন ট্যান গিলিসপি” বলেন আমাদের ট্যাগলাইন সাময়িকভাবে সরিয়ে নেয়া হয়েছে একটি বিশেষ পরিস্হিতিতে কিন্তু তাতে সারা বিশ্ব জুড়ে কেএফসির খাদ্যপ্রেমিদের মধ্যে তেমন কোন পরিবর্তন হয়নি।
পেনাডেমিকের শুরুতে গত মার্চে কেএফসির বেশ কিছু রেষ্টুরেন্ট বন্ধ করে দেয়া হলে ও বর্তমানে আরো বেশী সতর্কতার সাথে বেশীর ভাগ রেষ্টুরেন্ট খুলে দেয়া হয়েছে।
2021-05-04 18:08:03
আপনার মতামত লিখুন :