কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পাখি উড়া সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
নিহত বাংলাদেশির নাম ছবিল উদ্দিন (৩৬)। তিনি উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পাখি উড়া সীমান্তবর্তী এলাকার মুসা আলীর ছেলে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মধ্যরাতের দিকে তাকে গুলি করে হত্যা করা হয়। পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার নারায়নপুর ইউনিয়নের পাখি উড়া
সীমান্ত এলাকার ছবিল উদ্দিন তার সঙ্গীয় লোকজন সহ ভারতীয় সীমান্তে গেলে বিএসএফ টের পেয়ে গুলি ছোড়ে।
এসময় গুলি ছবিলের পেটের নিচে প্রবেশ করে বের হয়ে যায়। এতে তার পেটের ভুড়ি বেরিয়ে আসে।
নাগেশ্বরী কচাকাটা থানার ওসি মামুন অর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মূলত এ জায়গাটি অত্যন্ত দুর্গম এলাকা।
খবর পেয়ে সেখানে পুলিশ প্রেরণ করেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
2021-01-30 06:29:31
আপনার মতামত লিখুন :