কুইন্সল্যান্ডে ২১০০০ টি টেষ্টের মধ্যে ৩টি নতুন করোনা পজিটিভ


অনলাইন ডেক্স প্রকাশের সময় : মে ৪, ২০২১, ৯:১৫ অপরাহ্ন
কুইন্সল্যান্ডে ২১০০০ টি টেষ্টের মধ্যে ৩টি নতুন করোনা পজিটিভ

মুনা মুস্তাফাঃ কুইন্সল্যান্ডে ২১০০০ টি টেষ্টের মধ্যে  ৩টি নতুন করোনা পজিটিভ  কেস ধরা পরেছে। প্রিমিয়ার এ্যানেসথেসিয়া প্যালাসযুকজ্যুক বলেন এই নতুন কেসগুলি কারেকস্যনাল সার্ভিস একাডেমির সাথে কানেকটেড।

নতুন পজিটিভ কেসের মধ্যে দুজন গোল্ড কোষ্ট আরেকজন ব্যক্তি ফরেষ্ট লেকে বাস করেন। প্রিমিয়ার এ্যানেসথেসিয়া আরো বলেন যে আগামী শনিবার ৮টা থেকে গোল্ডকোষ্ট বর্তমান রেষ্টিকসনের মধ্যে পরবে। ইনডোর ও আউটডোর গ্যাদারিং মাএ ১০ জন মানুষের মধ্যে লিমিটেড থাকবে।

ভিক্টোরিয়ার করোনা ভাইরাস কেস এর রেকর্ডের ৫ম দিনে  ১৫০জনের মধ্যেই সীমিত  আছে। শুক্রবার ২৪ ঘন্টায় ১১৩ টি নতুন করোনা পজিটিভ কেস কর্নফার্ম করে ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড হিউম্যান সার্ভিস। ৪৯৭ করোনা পজিটিভ রোগীর মৃত্যুর পরে আরো ১২ জন ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করে তারা। ভিকটোরিয়ার প্রিমিয়ার ড্যানিয়্যাল এন্ড্রু সেপ্টম্বরে স্টেজ ফোর রেসটিকসনের শেষে কি পরিবর্তন আসবে তা এখন পর্যন্ত নিশ্চিত করেননি।

2021-05-04 21:15:35
ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: