করোনা মোকাবিলায় অস্ট্রেলিয়ায় সেনা মোতায়েন


অনলাইন ডেক্স প্রকাশের সময় : মে ৪, ২০২১, ৪:৫৮ অপরাহ্ন
করোনা মোকাবিলায় অস্ট্রেলিয়ায় সেনা মোতায়েন

নভেল করোনাভাইরাস মোকাবিলায় অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক হাজার সেনা মোতায়েন করা হচ্ছে। বৃহস্পতিবার (২৫ জুন) দেশটির সেনাবাহিনীর এক ঘোষণায় এ কথা জানানো হয়েছে। খবর এএফপি।

এদিকে, মেলবোর্নে বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর দ্বিতীয় দফা সংক্রমণ শুরু হয়েছে। রোগীর সংখ্যাও দ্রুত বাড়ছে। এক সপ্তাহে মেলবোর্নে ১৫০ নতুন রোগী শনাক্ত করা হয়েছে।

এ ব্যাপারে প্রতিরক্ষামন্ত্রী লিন্ডা রেনল্ডস বলেছেন, খুব দ্রুতই ভিক্টোরিয়া অঞ্চলে এক হাজার সেনা মোতায়েন করা হচ্ছে।

তিনি বলেন, প্রায় ৮৫০ জন সৈন্য বিদেশ থেকে আসা ভ্রমণকারীদের হোটেল কোয়ারেন্টিনে থাকা নিশ্চিত করবে। বাকি প্রায় ২০০ সৈন্য অন্যান্য আনুষাঙ্গিক বিষয়াদি ও মেডিকেল সহায়তা দেবে।

অন্যদিকে, অস্ট্রেলিয়ায় আড়াই কোটি জনসংখ্যার মধ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে সাত হাজার এবং মৃতের সংখ্যা ১০৩ জন।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়া খুব সাফল্য দেখাচ্ছিল। কিন্তু নতুন সংক্রমণ দেশটিকে উদ্বেগে ফেলে দিয়েছে। দেশটিতে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণের সংখ্যা বিশ্বের অন্য অনেক দেশের তুলনায় যথেষ্ট কম হলেও তা মোকাবিলায় উল্লেখযোগ্যসংখ্যক সেনা মোতায়েনকে নজিরবিহীন বলে মনে করা হচ্ছে।

সাবা/একেএম

2021-05-04 16:58:00

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: