করোনা মুক্ত হলেন হারিস রউফ যাচ্ছেন ইংল্যান্ডে


অনলাইন ডেক্স প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২১, ৬:২৯ পূর্বাহ্ন
করোনা মুক্ত হলেন হারিস রউফ যাচ্ছেন ইংল্যান্ডে

করোনা নেগেটিভ এসেছে ডানহাতি এই পেসারের। ফলে ইংল্যান্ড সফরে দলের সঙ্গে তাঁর যোগ দিতে আর বাঁধা নেই। চলতি সপ্তাহেই ইংল্যান্ডের বিমান ধরার কথা রয়েছে এই পেসারের।

২২ জুন থেকে ২০ জুলাই পর্যন্ত ছয় বার করোনা পরীক্ষা দিয়েছেন হারিস। যার মধ্যে পাঁচ বারই রিপোর্ট পজিটিভ এসেছিল। ষষ্ঠবারে নেগেটিভ আসার পর আরেকটি নেগেটিভ রিপোর্টের অপেক্ষা ছিল তার। যা পাওয়ার পর এখন পুরোপুরি করোনামুক্ত ডানহাতি এই পেসার।

ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত পাকিস্তানের ২৯ সদস্যের দলে ছিলেন হারিস। তিন টেস্ট ও তিন টি টোয়েন্টি খেলতে সেখানে যাওয়ার আগে করোনা পরীক্ষা করা হয়েছিল পাকিস্তানের সব খেলোয়াড়দের। 

সেখানে ১০ জনের ফল আসে করোনা পজিটিভ। বাকি ১৮ জন উড়াল দেয় ইংল্যান্ডের উদ্দেশ্যে। আক্রান্তদের মধ্যে ৯ জন খেলোয়াড় দফায় দফায় করোনা নেগেটিভ প্রমাণিত হয়ে যোগ দেন দলের সঙ্গে। শুধু বাকি ছিলেন হারিস রউফ। এবার তিনিও মুক্ত হলেন।

হারিস করোনা আক্রান্ত থাকায় পা কিস্তানের প্রধান নির্বাচক ও কোচ মিসবাহ উল হক তার ব্যাকআপ হিসেবে মোহাম্মদ আমিরকে দলে ফিরিয়েছিলেন। শুধু টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য। তবে এখন হারিস রউফ সুস্থ হলেও, বাদ পড়ছেন না আমির।

৫ আগস্ট পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হবে ইংল্যান্ডের। এই সিরিজে ৩টি টি টোয়েন্টিও খেলবে দু’দল। সিরিজে অংশ নিতে ইংল্যান্ডে পৌঁছে কোয়ারেন্টাইনে ছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। 

2021-01-30 06:29:31

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: