মুনা মোস্তাফাঃ নিউ সাউথ ওয়ালসের পাবলিক স্কুলগুলোতে করোনা ভাইরাস প্রতিরোধে স্যোশাল ডিসটেনসি রক্ষায় নতুন নিয়ম চালু করেছে যেটি এই বুধবার থেকে চালু হতে যাচ্ছে।
নতুন নিয়ম অনুযায়ী স্কুলের শিক্ষার্থীরা অন্যান্য ইয়ার গ্রুপের সাথে স্কুল গ্রাউন্ডে মিশতে পারবেনা।
যে সমস্ত বিষয়ে নিষেধাজ্ঞা জারি হবে বুধবার থেকেঃ-
স্কুল ফরমাল , নাচ ও গ্রাজুয়েসন প্রোগ্যাম।
গ্রুপ সিঙ্গিং ও অন্যান্য চেটিং ।
ইন্টার স্কুল ড্রামা ও বিতর্ক প্রতিযোগিতা (শুধুমাত্র লোকাল কমিউনিটিতে এ্যলাউ)
বড় আকারের আর্ট ও স্পোট্স ইভেন্ট।
ট্রাভল আউট সাইড লোকাল কমিউনিটি।
স্কুল ক্যম্পস ও এসকারসনস।
এ্যাসমব্যালীতে প্যারেন্টস এর উপস্থিতি ।
ক্লাসে প্যারেন্ট ভলানটিয়ার, ফান্ড রেইজার ও স্কুল বাবরবিকিউ।
স্কুলের ছাত্রছাত্রী ও স্টাফদের কোন রকমের করোনা ভাইরাসে আক্রান্ত হবার লক্ষণ দেখা দিলে পরবর্তীতে নেগেটিভ করোনা ভাইরাস রিপোর্ট নিয়ে আবার স্কুলে যোগদানের অনুমতি নিতে হবে।
2021-05-04 20:13:14
আপনার মতামত লিখুন :