করোনা ভাইরাসে আক্রান্ত হাসপাতালে ভর্তি হলেন ঐশ্বরিয়া ও তার মেয়ে আরাধ্য


অনলাইন ডেক্স প্রকাশের সময় : মার্চ ৭, ২০২১, ৮:৩৪ অপরাহ্ন
করোনা ভাইরাসে আক্রান্ত হাসপাতালে ভর্তি হলেন ঐশ্বরিয়া ও তার মেয়ে আরাধ্য

হাসপাতালে ভর্তি হয়েছেন করোনাভাইরাসে আক্রান্ত বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার মেয়ে আরাধ্য। এতদিন বাড়িতেই চিকিৎসা চলছিল ঐশ্বরিয়া ও আরাধ্যর।

জানা গেছে, শ্বাসকষ্ট শুরু হওয়ায় শুক্রবার রাতে ঐশ্বরিয়াকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়।

একই হাসপাতালে গত সপ্তাহ থেকে ভর্তি আছেন অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন।

গত শনিবার তারা করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন। রবিবার ঐশ্বরিয়া ও তার মেয়ের রিপোর্ট পজিটিভ আসে।

জয়া বচ্চন, অমিতাভের মেয়ে শ্বেতা বচ্চন নন্দা, নব্য নভেলি এবং অগস্থ্যার রিপোর্ট নেগেটিভ এসেছে। তারা বাড়িতে আইসোলেশনে আছেন।

2021-03-07 20:34:52

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: