করোনা পর্ব-১ : সমগ্র পৃথিবী অস্থির জোৎস্নায়


অনলাইন ডেক্স প্রকাশের সময় : মে ৫, ২০২১, ৭:২৭ পূর্বাহ্ন
করোনা পর্ব-১ : সমগ্র পৃথিবী অস্থির জোৎস্নায়

একটু আগে খবরে দেখলাম মাদারীপুরের শিবচর উপজেলাটি লক ডাউন করে দেয়া হয়েছে। ঢাকা সহ প্রতিটি জেলায় কোয়ারেন্টাইনে আছে অসংখ্য রোগী। এর মাঝে দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত একজন মৃত্যু বরন করেছে গতকাল।

একটা অঘোষিত যুদ্ধ শুরু হয়েছিল চীনের উহান শহর থেকে। মৃত্যুর সঙ্গে মানুষের বেঁচে থাকার যুদ্ধ। আধুনিক চিকিৎসা ব্যবস্থা, বিজ্ঞানের চরম উৎকর্ষতা সবই যেন এক এক করে ভেঙে পড়া শুরু হল। কিছুতেই এই মরণঘাতি করোনা ভাইরাসকে যেন ঠেকানো যাচ্ছেনা।

খুব দ্রুততার সঙ্গেই করোনা ছড়িয়ে পড়ল বিশ্বময়। ধনী,গরিব, উন্নত অনুন্নত কিছুই বাছবিচার করছেনা করোনা। আমেরিকা, কানাডা, ইউরোপ সহ সমগ্র পৃথিবীময় অস্থির করে তুলল খুব দ্রুততার সাথে।

বাংলাদেশও বাদ পড়লনা। অতর্কিতে নয়, মোটামুটি জানান দিয়েই আক্রমণ করে বসল করোনা। এখন শুরু হবে যমে মানুষে টানাটানি। যুদ্ধ হবে অদৃশ্য এক অপশক্তি কোভিড-১৯ বা করোনা ভাইরাসের বিরুদ্ধে।

এদেশের মানুষ যোদ্ধা শ্রেণীর। অতীতে প্রাকৃতিক ,রাজনৈতিক পরিস্থিতিতে লড়াই করে জিতে আসার ইতিহাস সমৃদ্ধ। বন্যা, ঝড় ,খরা , টর্নেডো ,ঘূর্ণিঝড়ের বিরুদ্ধে যুদ্ধ জয়ের পদক বাঙালীকে দিলে সেরাটাই দিতে হবে। ব্রিটিশ বিরোধী আন্দোলন , ৫২ থেকে ৭১ এর মুক্তিযুদ্ধ অথবা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে বাঙালী কখনও পিছপা হয়নি। এবারেও হবেনা। করোনা পরাভূত হবে।

আমরা কিছুটা অগোছালো, খেয়ালি অথবা দায়িত্ব জ্ঞানহীন। আমাদের মধ্যে অসততা বাস করে আসছে দীর্ঘদিন। আমরা দুর্যোগের সুযোগ নেই। আমরা ধর্মীয় উৎসবকে আমলে নেই না। আমরা অধিক মুনাফার লীলাখেলায় মত্ত হই। আমরা ক্ষুধার্ত, তৃষ্নার্ত রোজাদারকে ঠকাতে দ্বিধা করিনা। আমরা দুর্যোগকে পুঁজি করতে অভ্যস্থ।

কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন। এক অদৃশ্য অমোঘ পরিণতি অপেক্ষা করছে আমাদের জন্যে। নিঃশব্দে নীরবে, গোপনে এক প্রাণঘাতী শত্রু করোনা ভাইরাস ধেয়ে আসছে আমাদের দিকে। আমাদের সবচেয়ে প্রয়োজন সচেতনতা ও সামাজিক মূল্যবোধ ধরে রাখা। জানি, এবারেও আমরা জয়লাভ করব। কিন্তু আমাদের ভুল, অসচেতনতা অথবা অসততার জন্যে মাশুল যেন বেশী দিতে না হয়। প্রতি মুহূর্তে আমাদেরকে থাকতে হবে সতর্ক। প্রতি মুহূর্তে পরম করুনাময় আল্লাহ তায়ালার কাছে শেফা কামনা করতে হবে। ক্ষমা চাইতে হবে আমাদের সকল গুনাহ সমূহের। আল্লাহ দয়াশীল ও ক্ষমাশীল। আমিন।

লেখকঃ লুৎফর রহমান, কলামিস্ট, রাজনীতিবিদ। করোনা কেন্দ্রীক সমকালীন ভাবনাগুলো ধারাবাহিক ভাবে প্রকাশিত হবে।

2021-05-05 07:27:39

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: