করোনা আপডেট মেলবোর্ন


অনলাইন ডেক্স প্রকাশের সময় : মে ৪, ২০২১, ২:৪৪ পূর্বাহ্ন
করোনা আপডেট মেলবোর্ন

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া স্টেটে ৬০ লক্ষ মানুষ থাকে, এরমধ্যে গত এক সপ্তাহে প্রতিদিন ডাবল ডিজিট নতুন কেস আসছে, গত ২৪ ঘন্টায় ৩৩ জন, মোট কমিউনিটি ট্রান্সমিশন সেই জানুয়ারীতে প্রথম করোনা কেস ডিটেকশন দিন থেকে ২৪১ জন মানে যারা বিদেশে যায় নাই, কোনো জানাশোনা করোনা কেসের ধারে কাছে যায় নাই কিন্তু ইনফেক্ট হইছে, নিউ সাউথ ওয়েলসে এখন পর্যন্ত কমিউনিটি ট্রান্সমিশন ৩৬২ জন, পুরো অস্টেরেলিয়ায় কমিউনিটি ট্রান্সমিশন ৬৮০এর কিছু বেশী, অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত ৭৫৫৭ জন করোনা পজিটিভ পাওয়া গেছে, যার মধ্যে ৬৮০ জনের সোর্স জানা যায় নাই ।
ভিক্টোরিয়ার রাজধানী মেলবোর্নে ১০টা সাবার্বে আউটব্রেক হইছে, ফ্যামিলি ক্লাস্টার থেকে, লক ডাউন পার্সিয়ালি উঠানোর পর তারা বিভিন্ন আত্মীয়ের, বন্ধুর বাসায় গেছে, আবার কাজে, শপিং সেন্টারে গেছে সেখানেও আউটব্রেক হইছে এভাবে ১০টা সাবার্বে স্প্রেডেড, এগুলা এখন হট স্পট, যদিও ৬০ লক্ষ মানুষের সংখ্যার বিচারে খুব কম, পুরো অস্ট্রেলিয়ার ২ কোটি মানুষ হিসাবে আরো কম, কিন্তু এই ভাইরাস আউটব্রেক কন্টেইন করার জন্য কিকি এরা শুরু করছে দেখা যাক
১) এডি এফ, ( অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স) সোজা কথায় আর্মি নামানো হচ্ছে আজকে থেকে, তারা এই সাবার্ব গুলো সহ পুরো মেলবোর্নে কমিউনিটি লার্জ টেস্টিং সাইট গুলোতে করোনা টেস্টে সাহায্য করবে, তাসমানিয়া, নিউ সাউথ ওয়েলস সবাই এই বারতি টেস্টিং তাদের ল্যাবে প্রসেস করতে দিবে, টেস্ট স্যাম্পল সেফলি ক্যারি করবে আর্মি, শুধু তাই না ১০টা হট স্পট সাবার্বে ডোর টু ডোর নক করে করোনা টেস্টের স্যাম্পল নেয়া হবে, আর্মি, সরকারী লোক, পুলিশ সবাই এতে অংশ নেবে, এবং পুরো ভিক্টোরিয়াতেও এটা হবে।
২) স্যালিভা থেকে রেপিড করোনা টেস্টিং যেটা মেলবোর্নের রিসার্চ থেকে ইনভেন্টেড হইছে সেটার ইম্প্নিলিমেন্টেশন শুরু হবে আজকে থেকে নাক, গলার সোয়াব টেস্টিং এর পাশাপাশি, এটা বয়স্ক, বাচ্চাদের টেস্ট নিতে হেল্প করবে এবং এটা করতে অত পিপিই এর দরকার নাই।
৩) যারা করোনা টেস্ট পজিটিভ হবে বা পরিবারের কেউ পজিটিভ হলে এর জন্য আইসোলোশেনে যেতে হলে $১৫০০ সরকার ওয়ান অফ পেমেন্ট দিবে কাজে যেতে না পারার আর্থিক ক্ষতি কিছুটা মিনিমাইজ করতে ।
৩) এই আউটব্রেক কে ‘পাবলিক হেল্থ বুশ ফায়ার ‘ বলা করা হচ্ছে এবং স্টেটর পুরো শক্তি আউটব্রেক কন্টেইন করতে এগিয়ে আসছে, পাশাপাশি বাকি সব স্টেটও হেল্প করছে, কারন এক জায়গায় হওয়া মানে পুরো দেশের রিস্ক আর ভবিষ্যতে এমন আরো ছোটো ছোটো আইটব্রেকের জোরালো সম্ভাবনা কন্টেইন করার ফোর্স রেডি করা হইছে।
৪) আগামি সপ্তাহের স্কুল হলিডের সময় ভিক্টোরিয়ানদের অসুস্হ হলে হলিডে না করতে বলা হইছে, প্রত্যাকটা হলিডে স্পটে পাবলিক হেল্থ অফিসাররা বসছে হ্যান্ড সেনিটাইজার নিয়ে , সোশ্যাল ডিসট্যান্সিং যেনো মেইন্টেইন হয় সেটা দেখার জন্য। টেম্পারেচার মাপা হবে এসব পপুলার হলিডে সাইটে ।
৫) শপিং সেন্টারো না গিয়ে অনলাইনে কেনাকাট করতে পরামর্শ দেয়া হইছে, যতটা পারা যায় বাসায় থাকতে বলা হইছে, সামান্য গলা ব্যাথা হলেও টেস্ট করাতে, মেলবোর্নের শো গ্রাউন্ডগুলোতেও টেস্ট সেন্টার হবে, সাবার্বেব রোডের মাথায় টেস্ট ভ্যান বসবে, মানুষের দরজায় দরজায় গিয়ে নক করেও টেস্ট করবে, যারা পজিটিভ হবে তাদেরকে একা হলে একা, পরিবার সহ হলে পরিবার সহ, বা বন্ধু সহ হলে বন্ধু সহ আইসোলেশনে পাঠানো হবে, বিশাল পাবলিথ হেল্থ ফোর্স ( আগেও ছিল) এটা মনিটরিং করবে।

এরমধ্যে নতুন আউটব্রেকে কেউ হাসপাতালে ভর্তি হয় নাই, এদের কে মনিটরিং এ রাখা হইছে, আগের ( সেই জানুয়ারীর পর থেকের পাওয়ার কেস গুলো থেকে ৭ জন হাসপাতালে আছে, আর সেই ৭ জনের ২ জন আই সিউ তে আছে, যে একজন ৮০ বছর বয়সী রিসেন্ট মারা গেছেন তাঁর কেসও এই আউটব্রেকের থেকে না ।

2021-05-04 02:44:11

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: