করোনার ধাক্কায় কয়েক হাজার কোটি টাকার লোকসানে পুরান ঢাকার ব্যবসায়ীরা


অনলাইন ডেক্স প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২১, ৬:২৯ পূর্বাহ্ন
করোনার ধাক্কায় কয়েক হাজার কোটি টাকার লোকসানে পুরান ঢাকার ব্যবসায়ীরা

করোনা কালে বড় ধরণের ধাক্কা লেগেছে, পুরান ঢাকার ব্যবসায়। পাইকার-খুচরা মিলিয়ে লোকসান ছুয়েছে, কয়েক হাজার কোটি টাকা।

ব্যবসায়ীরা জানান, ক্রেতা সংকটের পাশাপাশি বন্দর থেকে পণ্য খালাস এবং গোডাউন থেকে মালামাল পাঠাতে পরিবহন জটিলতা, পরিস্থিতি আরো ঘোলাটে কোরে তুলেছে।

দেশের বিভিন্ন জেলা থেকে পুরান ঢাকায় পণ্য সমগ্রী কিনতে আসেন। কিন্তুু তার পরিমান এখন নেমে এসেছে ৪ ভাগের ১ ভাগে।

অনেকে ব্যবসার মূলধন হারিয়ে পথে বসেছেন। ভবিষ্যতে তাদের ব্যবসায়া কি ভাবে এগিয়ে নিয়ে যাবেন ঐ চিন্তা করছেন। সংকট কাটাতে সরকারের নীতিগত সহায়তা চান তারা।

2021-01-30 06:29:31

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: