করোনামুক্ত হলেন ঐশ্বরিয়া রাই


অনলাইন ডেক্স প্রকাশের সময় : মার্চ ৭, ২০২১, ৮:৩৫ অপরাহ্ন
করোনামুক্ত হলেন ঐশ্বরিয়া রাই

করোনাভাইরাস মুক্ত হয়েছেন বলিউডে অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। আক্রান্তের দুই সপ্তাহ পর করোনামুক্ত হলেন তিনি। তার মেয়ে আরাধ্যা বচ্চনেরও করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

টুইটারে এক বার্তায় ঐশ্বরিয়ার করোনামুক্ত হওয়ার খবর জানিয়েছেন স্বামী অভিষেক বচ্চন। টুইটারে ভক্ত ও অনুরাগীদের তাদের দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন অভিষেক। ঐশ্বরিয়া মেয়েকে নিয়ে দ্রুত বাসায় ফিরলেও অমিতাভ ও অভিষেক হাসপাতালে থাকবেন।

এদিকে ঐশ্বরিয়া রাই বচ্চনও এক টুইট বার্তায় মেয়ে ও নিজের করোনামুক্ত হওয়ার বিষয়টি জানিয়ে টুইট করেছেন।

১১ জুলাই সংক্রমণ ধরা পড়ে অমিতাভ ও অভিষেক বচ্চনের। তার পরের দিন সংক্রমণ ধরা পড়ে ঐশ্বর্য ও আরাধ্যা বচ্চনের। প্রথমে বাবা-ছেলে ভর্তি হন মুম্বাইয়ের ননবতী হাসপাতালে।

প্রথম একসপ্তাহ মা-মেয়েকে আইসোলেশনে রাখা হয়েছিল। কিন্তু ১৯ জুলাই ঐশ্বর্যার অবস্থার অবনতি হয়। দেখা যায় করোনা উপসর্গ। তাই ঝুঁকি না নিয়ে এই দু’জনকে স্থানান্তরিত করা হয়েছিল ননবতী হাসপাতালে।

2021-03-07 20:35:28

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: