ওয়েষ্ট সিডনিতে বিভিন্ন রুটে ৩০০ টি নতুন বাস


অনলাইন ডেক্স প্রকাশের সময় : মে ৪, ২০২১, ৬:০০ অপরাহ্ন
ওয়েষ্ট সিডনিতে বিভিন্ন রুটে ৩০০ টি নতুন বাস

মুনা মুস্তাফাঃ সাউথ ওয়েষ্ট সিডনীর পাবলিক বাস সার্ভিসে কিছু নতুন বাস যুক্ত করা হয়েছে। Camden PM Peter Sidgreaves, Holsworthy PM Melanie Gibbons ঘোষনা দিয়েছেন যে ৩০০ এর বেশী অতিরিক্ত বাস key root গুলিতে যুক্ত করা হয়েছে।

লিভারপুল থেকে লেপিংটন ১৯০ টির বেশী সাপ্তাহিক সার্ভিস রুট ৮৪১ তে চালু করা হবে বলে Mr. Sidgreaves বলেন। পিক আওয়ার এবং উইকেন্ডে ৩০ মিনিট পরপর এই সার্ভিস চালু থাকবে। এছাড়াও ইঙ্গলবার্ন টু লিভারপুল ভায়া এডমনসন পার্ক হয়ে ৮৬৯ রুটে ১২০টি বাস সার্ভিস যাত্রীদের সুবিধার্থে চালু করা হয়েছে।

2021-05-04 18:00:33

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: