ওয়েস্টার্ন সিডনির তিনটি স্কুলের চারজন করোনা ভাইরাস পজেটিভ, উৎস থাই রক রেস্তোরাঁ


অনলাইন ডেক্স প্রকাশের সময় : মে ৪, ২০২১, ৮:০৫ অপরাহ্ন
ওয়েস্টার্ন সিডনির তিনটি স্কুলের চারজন করোনা ভাইরাস পজেটিভ, উৎস থাই রক রেস্তোরাঁ

ওয়েস্টার্ন সিডনির তিনটি স্কুলে চারজন করোনা ভাইরাস পজেটিভ আসায় জরুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ৩টি প্রতিষ্ঠানকে। শুক্রবার মেরিল্যান্ডের সেরডন কলেজের দুজন, বোসলে পার্কের মেরি ইম্যামাকুলেট ক্যাথলিক প্রাথমিক বিদ্যালয়ে একজন এবং বোনিরিগ হাইটসের ফ্রিম্যান ক্যাথলিক কলেজের এক শিক্ষার্থী শুক্রবার করোনা পজিটিভ রেজাল্ট এসেছে। তাদের সমস্ত সংক্রমণ উৎস ছিল ওয়েদারিল পার্কের থাই রক রেস্তোরাঁ।

তিনটি স্কুলই শুক্রবার বন্ধ ছিল এবং স্বাস্থ্য অধিদপ্তর দ্বারা ক্লিনিংয়ের কাজ চলছে। স্কুলগুলোর সঙ্গে যাদের ঘনিষ্ট সম্পৃক্ততা ছিল তাদের সবাইকে ১৪ দিনের আইসোলেশনে যেথে বলা হয়েছে এবং কারো কোন লক্ষণ দেখামাত্রই করোনা টেষ্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

স্কুলগুলোর শিক্ষার্থী, কর্মচারী এবং যারা বিদ্যালয়ে যোগদান করেন বা কাজ করেন তাদের পরিবারকেও করোনা টেষ্ট করানোর নির্দেশ দেওয়া হয়েছে। ওয়েদারিল পার্কের থাই রক রেস্তোরাঁয় থেকে করোনাভাইরাসটি কমপক্ষে ৫২ জনে ছড়িয়েছে।

গত শুক্রবার নিউ সাউথ ওয়ালসে মোট ৭ জন করোন ভাইরাসের ৬ জনের উৎস ছিল থাই রক রেস্টুরেন্ট। নিউ সাউথ ওয়ালসের বাসিন্দাদের করোন ভাইরাসের লক্ষণগুলির সাথে সবাইকে সজাগ থাকার অনুরোধ করা হয়েছে এমনকি করোনা ভাইরাসের যেকোন লক্ষণ দেখা মাত্রই টেষ্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

2021-05-04 20:05:29

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: