এক ম্যাচ নিষিদ্ধ রোনালদো


অনলাইন ডেক্স প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৯, ২০২৪, ৭:৪৯ অপরাহ্ন
এক ম্যাচ নিষিদ্ধ রোনালদো

সউদি প্রো লিগের ম্যাচে দর্শকদের উদ্দেশে বাজে অঙ্গভঙ্গি করায় শাস্তি পেলেন আল নাসর তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে পর্তুগিজ এই ফুটবলারকে। সেই সঙ্গে জরিমানা করা হয়েছে ৩০ হাজার সউদি রিয়াল।

সউদি ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি ও এথিকস কমিটি এই রায় দেয়। তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ নেই বলেও জানানো হয়েছে।

গত রোববার আল শাবাবের বিপক্ষে ৩-২ গোলে জয় পাওয়া ম্যাচে দর্শকদের উদ্দেশে বাজে অঙ্গভঙ্গি করেন রোনালদো। ওই ম্যাচে স্পট কিক থেকে গোল করে ক্লাব ফুটবলের ৭৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই ফুটবলার।

জরিমানার অঙ্কের ১০ হাজার রিয়াল সউদি ফেডারেশনকে দিতে হবে রোনালদোর, বাকি ২০ হাজার রিয়াল দিতে হবে আল শাবাবকে, তাদের অভিযোগ দায়ের করার খরচ হিসেবে।

নিষেধাজ্ঞার কারণে আগামী বৃহস্পতিবার আল হাজমের বিপক্ষে লিগ ম্যাচে খেলতে পারবেন না রোনালদো।

ম্যাচ শেষে সেদিন শাবাবের সমর্থকরা ‘মেসি, মেসি’ কলরব তুললে প্রথমে কানের কাছে হাত দিয়ে সেই কলরব শোনার ভঙ্গি করেন রোনালদো। এরপর প্রতিপক্ষ সমর্থকদের উদ্দেশে বাজে অঙ্গভঙ্গি করেন। সঙ্গে সঙ্গে সেই ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়। এরপর থেকেই প্রচুর সমালোচনা শুরু হয় আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ এই গোলদাতার।

সউদি আরবে অবশ্য এর আগেও এমন স্লোগানের মুখে পড়েছেন রোনালদো। বিপরীতে করেছেন বাজে অঙ্গভঙ্গিও। তবে এজন্য শাস্তি পেতে হয়নি। এবার অবশ্য ছাড় নাও পেতে পারেন তিনি।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: