একসঙ্গে ৮টি ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়ার


নিউজ ডেক্স প্রকাশের সময় : জুন ৫, ২০২২, ৯:১৭ অপরাহ্ন
একসঙ্গে ৮টি ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়ার

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মহড়া চালানোর একদিন পর একসঙ্গে ৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। রোববার (৫ জুন) সকলে দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র চার বছরেরও বেশি সময়ের মধ্যে মার্কিন বিমানবাহী রণতরী নিয়ে প্রথম সম্মিলিত সামরিক মহড়া চালানোর একদিন পর ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়ার।

বলা হচ্ছে, উত্তর কোরিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি সুং কিমের দ. কোরিয়ার রাজধানী সিউল সফরের জবাবে এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। মার্কিন এই বিশেষ প্রতিনিধি শনিবার সিউল ত্যাগ করেন।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ বিষয়টি নিশ্চিত করেছে বরে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এর আগে গত ২৫ মে সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। সেসময় বাইডেন পূর্ব এশিয়া ত্যাগ করার কয়েক ঘণ্টার মধ্যেই একে একে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিলেন কিম।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: