বাংলাদেশে একসঙ্গে অবরোধ ও হরতালের কর্মসূচি দিয়েছে: বিএনপি


অনলাইন ডেক্স প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২৩, ৩:৩১ অপরাহ্ন
বাংলাদেশে একসঙ্গে অবরোধ ও হরতালের কর্মসূচি দিয়েছে: বিএনপি

এবার একসঙ্গে অবরোধ ও হরতালের কর্মসূচি দিয়েছে বিএনপি। আগামীকাল সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করবে দলটি। এরপর বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়া হয়েছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন।

এদিকে বিএনপির সপ্তম দফার অবরোধ শেষ হয় আজ ভোর ৬টায়। কর্মসূচি চলাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। তবে গতকালের অবরোধ চলাকালে সড়কে যান চলাচল ছিল লক্ষণীয়। রাজধানীর শ্যামলী, কল্যাণপুর, মাজার রোড ঘুরে আগের তুলনায় বেশি গণপরিবহন চলতে দেখা যায়। ব্যক্তিগত যানবাহনও আগের দিনের তুলনায় বেশি ছিল। গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে ছেড়ে গেছে দূরপাল্লার কিছু যানবাহন।

রাজনৈতিক কর্মসূচি ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে পুলিশ ও র‍্যাব। ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ সারা দেশে ২৩০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজধানীতে ১৪২টিসহ সারা দেশে কাজ করেছে র‍্যাবের ৪২৬টি টহল দল।

ফায়ার সার্ভিস গতকাল জানিয়েছে, বিএনপির ডাকা সপ্তম দফা অবরোধের প্রথম ২৪ ঘণ্টায় সারা দেশে বাস-ট্রাকসহ ১০টি যানবাহনে আগুন দেয়া হয়েছে। গত রোববার ভোর ৬টা থেকে গতকাল ভোর ৬টার মধ্যে এসব অগ্নিসংযোগ করা হয়। এর মধ্যে নাটোরে তিনটি এবং ঢাকা সিটি, নওগাঁ, রাজশাহী, সিলেট, কিশোরগঞ্জ, খাগড়াছড়ি ও দিনাজপুরে একটি করে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে রয়েছে পাঁচটি বাস, চারটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের ৭৫ জন কর্মী আগুন নেভাতে কাজ করেছেন।

আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তদের ডামি প্রার্থী রাখার যে নির্দেশনা দিয়েছে দলটি তারও সমালোচনা করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘তার মানে নৌকা ভার্সেস আওয়ামী লীগ! নিজেরা নিজেরাই। ব্যাপারটা দাঁড়িয়েছে যেন এ রকম, আমি, আমরা আর মামুরা। নির্বাচন হবে আমি আর মামুদের মধ্যে! পাতানো ম্যাচ খেলব দুজন, তুমি আর আমি। আর সাইডলাইনে থাকবেন টাকার বিনিময়ে খরিদ করা কুইন্স পার্টি, ভূঁইফোঁড় পার্টির নেতারা। এ ধরনের চর্চাকে সরকার পরিবর্তনের ভোট না বলে দলীয় কাউন্সিল বলা যেতে পারে।’

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: