উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের শিরোপা কে জিতবে বিধ্বংসী বায়ার্ন নাকি আত্মবিশ্বাসী পিএসজি


অনলাইন ডেক্স প্রকাশের সময় : মে ৪, ২০২১, ১০:২৭ অপরাহ্ন
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের শিরোপা কে জিতবে বিধ্বংসী বায়ার্ন নাকি আত্মবিশ্বাসী পিএসজি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্নের ফাইনালে আজ মাঠে নামবে পিএসজি এবং বায়ার্ন মিউনিখ। নিজেদের ৬ষ্ঠ শিরোপা জয়ের লক্ষে যেখানে খেলবে জার্মান জায়ান্টরা সেখানে প্রথমবারের মতো ইউরোপ শ্রেষ্ঠত্ব দখলের মিশনে নামবে নেইমারের পিএসজি।

অষ্ট্রেলীয়ান সময় ভোর ৫ টায় শুরু হবে ম্যাচটি। বর্তমান মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছে বায়ার্ন মিউনিখ। টানা ২৯ ম্যাচ অপরাজিত রয়েছে হ্যান্সি ফ্লিকের দল। যেখানে তারা জয়লাভ করেছে ২৮ ম্যাচে! বাকি একটি ম্যাচ হয়েছে ড্র।

অপরদিকে নিজেদের ঘরোয়া ফুটবল আসর গুলোতে আধিপত্য বজায় রেখেই চলেছে পিএসজি। এবারের মৌসুমে তারা জিতেছে রেকর্ড ৪টি শিরোপা।

আক্রমনাত্মক ফুটবলে বিশ্বাসী দুই দলের ধ্রুপদী লড়াইয়ে আজ ছন্দময়-গতিময় ফুটবল দেখার অপেক্ষায় থাকবে গোটা ফুটবল দুনিয়া।

2021-05-04 22:27:02

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: