উয়েফা চ্যাম্পিয়নস লীগের বার্সেলোনাকে ৮-২ গোলের হারিয়ে সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ


অনলাইন ডেক্স প্রকাশের সময় : মে ৪, ২০২১, ৯:১২ অপরাহ্ন
উয়েফা চ্যাম্পিয়নস লীগের বার্সেলোনাকে ৮-২ গোলের হারিয়ে সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

অবিশ্বাস্য হারে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় বার্সেলোনার। কাতালানদের ৮-২ গোলের লজ্জায় ডুবিয়ে সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ।

৭৪ বছর পর এতো বড় ব্যবধানে হেরেছে স্প্যানিশ জায়ান্টরা। লিসবনে হাইভোল্টেজের তকমা পাওয়া ম্যাচকে একপেশে বানিয়ে তোলেন, থমাস মুলার, রবার্ট লেভানদোভস্কিরা।

অবিশ্বাস্য এক পরাজয় স্বয়ং বায়ার্ন মিউনিখের পাড় সমর্থকও নিশ্চিতভাবে এমন একটা স্কোরলাইনের কথা ভাবেননি। বায়ার্ন মিউনিখ ৮ বার্সেলোনা ২ যার একটা আবার আত্মঘাতি গোল।

সেই অভাবনীয় কাজটাই করে দেখালো কে? বায়ার্ন নাকি নানামুখী দ্বন্দ্বে বিপর্যস্ত বার্সেলোনা। সে অন্য আলোচনা আপাতত স্পটলাইটটা শুধুই ৮-২ এর স্কোরলাইন কেন্দ্রীক।

আসরের হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনাল তকমা পাওয়া ম্যাচটা যেনো হয়ে হয়ে রইলো গালিভার-লিলিপুট অসম লড়াইয়ের আখ্যান, সাথে ইতিহাস আর পরিসংখ্যান চর্চার এক নিদারুণ অধ্যায়।

শেষ আটের মঞ্চে আটালান্টা লড়াই করেছিল, লাইপজিগ পায় চমকের জয়, বিপরীতে শক্তিমত্তায় প্রায় কাছাকাছি হবার পরও জার্মান ছন্দে বার্সেলোনা আক্ষরিক অর্থে উড়ে যায়।

রূপকথার জয়ে প্রথম পদক্ষেপ থমাস মুলারের গোলে।

2021-05-04 21:12:21

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: