অপরিবর্তিত রয়েছে বাংলাদেশের মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতি। উত্তর ও পূর্বাঞ্চলের নদ-নদীর পানি কমলেও দুর্ভোগে রয়েছে বন্যা কবলিত এলাকার মানুষ। ফলে ঈদের আনন্দ পৌছায়নি বানভাসীদের মনে।
পদ্মার পানি বাড়ায় অনেক মানুষের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। পানিবন্দি এলাকায় দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানি সংকট।
ঈদ আনন্দের ছিটেফোটাও যে নেই বানভাসি মানুষের। বন্যায় বেঁচে থাকাটাই তাদের যেখানে কষ্টের, সেখানে আনন্দের উদযাপন কি করে হবে।
দেশের ৩১ জেলার বেশিরভাগ গ্রামই এখন পানির নিচে। এখনো ডুবে আছে জামালপুর জেলার অনেক গ্রাম। বাঁধে আশ্রয় নেয়া মানুষ ঘরে ফিরতে পারেনি।
পানি কমতে শুরু করলেও টানা একমাস ডুবে আছে গাইবান্ধা অনেক গ্রাম। ক্ষতি হয়েছে ফসলের, বাড়িঘরের।
মাদারীপুরে পানির তোড়ে ভেসে গেছে নদী তীরবর্তি গ্রাম। ভাঙ্গনে গৃহহারা কেউ আশ্রয় নিয়েছে বাধে, কেউ আবার ট্রলারে। দেখা দিয়েছে পানি বাহিত রোগ, পড়েছে খাবার সংকটে। বিভিন্ন জায়গায় নদীগর্ভে চলে গেছে অনেক স্থাপনা। ঈদের সব আনন্দ ম্লান করে দিয়েছে বন্যা।
বানভাসী সব মানুষেরই গল্প একই। সেখানে উৎসবের চেয়ে বেঁচে থাকাটাই মুখ্য।
2021-01-30 06:29:31
আপনার মতামত লিখুন :