ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির কোনো চুক্তি হয়নি: হোয়াইট হাউজ


অনলাইন ডেক্স প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৩, ২:৪৩ অপরাহ্ন
ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির কোনো চুক্তি হয়নি: হোয়াইট হাউজ

অস্থায়ী যুদ্ধবিরতির কথা শোনা যাচ্ছে। তবে ইসরায়েল-হামাস এ বিষয়ে কোনো চুক্তিতে পৌঁছায়নি। গতকাল শনিবার (১৮ নভেম্বর) রাতে হোয়াইট হাউজের এক মুখপাত্র এ তথ্য দেন।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছিল, ৫০ বা তার বেশি জিম্মির বিনিময়ে ইসরায়েল ও হামাসের মধ্যে পাঁচদিনের যুদ্ধবিরতির চুক্তি হয়েছে। এতে মধ্যস্থতা করেছে কাতার।

তবে হোয়াইট হাউজের মুখপাত্র জানান, দুই পক্ষের মধ্যে একটি চুক্তির জন্য কাজ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আরেক মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে কোনো চুক্তি হয়নি।

হোয়াইট হাউজের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন এক বিবৃতিতে বলেছেন, এখনো কোনো চুক্তি হয়নি। তবে একটি চুক্তির জন্য আমরা কাজ চালিয়ে যাচ্ছি।

সূত্রঃ রয়টার্স

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: