পাঁচ দিনের টানা যুদ্ধবিরতি বিনিময়ে আটক ৭০ নারী ও শিশু বন্দিকে মুক্তির ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের সামরিক শাখা কাসাম বিগ্রেডের পক্ষ থেকে গতকাল সোমবার তাদের টেলিগ্রাম চ্যানেলে এ তথ্য জানান।
আল কাসেম বিগ্রেডের মুখপাত্র আবু উবায়দা তার একটি অডিও ক্লিপে বলেন, যুদ্ধবিরতি হতে হবে পূর্ণমাত্রার এবং যুদ্ধবিরতির সময় গাজা উপত্যকার সবত্র ত্রাণসহ সকল মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ দিতে হবে।
আবু উবাইদা আরও জানান, “গত সপ্তাহে কাতারের মধ্যস্থতায় ইসরায়েল বন্দী মুক্তির পরিবর্তে, ২০০ ফিলিস্তিনী শিশু এবং ৭৫ জন নারীকে মুক্ত করা হয়েছিল।
উল্লেখ্য গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ১১ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, এর ৪০ শতাংশই শিশু।। এরপরও উপত্যকাটিতে হামলার তীব্রতা কমাচ্ছে না ইসরায়েলি বাহিনী। গত কয়েক দিনে গাজার বিভিন্ন হাসপাতালকেও নিশানা করা হয়েছে। এতে গাজার প্রধান দুটি হাসপাতাল বন্ধ হয়ে গেছে। হাসপাতালের ইনসেন্টিভ কেয়ারে চিকিৎসারত শিশুরা সবচেয়ে বেশি হুমকিতে আছে। এখন পর্যন্ত ৬টি শিশু চিকিৎসার অভাবে মারা গেছে।
আপনার মতামত লিখুন :